ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক

প্রকাশিত: ০৬:২৬, ১৯ এপ্রিল ২০১৮

দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে অবস্থান করছে এক্সিম ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর ০.৯০ টাকা বা ৬.৬৬ শতাংশ বেড়ে গেইনারের শীর্ষে উঠে আসে। তথ্যানুযায়ী, এদিন কোম্পানিটি ১ হাজার ১৪১ বারে ৬০ লাখ ২৩ হাজার ৬৭১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার টাকা। মঙ্গলবার কোম্পানির শেয়ার ক্লোজিং দর ছিল ১৩.৫০ টাকা যা বুধবার ক্লোজিং হয় ১৪.৪০ টাকায়। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে উসমানিয়া গ্লাস শীটের ৬.৩৭ শতাংশ, ইস্টার্ন লুবিকেন্টসের ৬.১৪ শতাংশ, ইস্টার্ন ব্যাংকের ৫.৩৮ শতাংশ, এ্যাপেক্স স্পিনিংয়ের ৫.৩৬ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৫.১০ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৪.৯২ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৪.৭৬ শতাংশ, পেননিসুলা চিটাগাংয়ের ৪.৭৬ শতাংশ এবং প্রাইম ব্যাংকের ৪.৫০ শতাংশ শেয়ার দর বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×