ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হাঙ্গরের হামলার আশঙ্কায়

প্রকাশিত: ০৬:২৫, ১৯ এপ্রিল ২০১৮

হাঙ্গরের হামলার আশঙ্কায়

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের মার্গারেট রিভার প্রোতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড সার্ফ লীগ চ্যাম্পিয়নশিপ ট্যুর বাতিল করা হয়েছে। হাঙ্গরের আক্রমণের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১২ দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্বসেরা নারী ও পুরুষ সার্ফারদের অংশ নেয়ার কথা ছিল। গ্রেসটাউনে সোমবার সকালে স্থানীয় এক সার্ফার হাঙ্গরের আক্রমণে আহত হওয়ায় প্রতিযোগিতাটি বাতিল করা হয় –এএফপি ভিসামুক্ত ভ্রমণের সুযোগ চীন তার দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিচ্ছে। আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে এই কার্যক্রম হাতে নিয়েছে তারা। মে মাস থেকে ভিসা ছাড়া দ্বীপটিতে ভ্রমণ করা যাবে। দ্বীপটি চীনের হাওয়াই নামে পরিচিত। বিশ্বের ৫৯টি দেশ এখন হাইনানে ৩০ দিনের জন্য ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবে। দেশগুলোর মধ্যে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি রয়েছে। তবে অন্যান্য এলাকা ভ্রমণ করতে চাইলে চীনা কনস্যুলেটের অনুমতি নিতে হবে –সিনহুয়া
×