ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি বারবারা বুশ মারা গেছেন

প্রকাশিত: ০৬:২৫, ১৯ এপ্রিল ২০১৮

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি বারবারা বুশ মারা গেছেন

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি গণসাক্ষরতা প্রচারাভিযানের সংগঠক বারবারা বুশ (৯২) মঙ্গলবার মারা গেছেন। যিনি স্বামী ও সন্তানকে মার্কিন প্রেসিডেন্ট পদে দেখে যাওয়া একমাত্র নারী। তার এই মৃত্যুর সংবাদে রিপাবলিকান পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এক সময় তার পরিবার মার্কিন রাজনীতিতে অগ্রণী ভূমিকা রেখেছে। খবর এএফপির। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি বারবারা পিয়ের্স বুশ ২০১৮ সালের ১৭ এপ্রিল মঙ্গলবার ৯২ বছর বয়সে মারা গেছেন। তারা দীর্ঘ ৭৩ বছর ধরে সিনিয়র বুশের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। বারবারা বুশ যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতাসীন পরিবারের সদস্য। তিনি একদিকে প্রেসিডেন্টের স্ত্রী এবং অপরদিকে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মা। আত্মরক্ষায় সব ধরনের অস্ত্র তৈরি করব ॥ হাসান রুহানি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বুধবার বলেছেন, প্রতিবেশী দেশগুলোর ওপর ‘আগ্রাসান চালানোর কোন ইচ্ছে’ ইরানের নেই। তবে ইরান আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র তৈরি করবে। ইরানের বার্ষিক আর্মি ডে উপলক্ষে তেহরানে আয়োজিত সামরিক প্যারেডে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। রুহানি বলেন, আমরা বিশ্বকে জানিয়ে দিয়েছি, প্রয়োজনীয় যে কোন অস্ত্র আমরা তৈরি করব। -এএফপি
×