ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার বাসের চাকায় ব্যবসায়ীর পায়ের চার আঙ্গুল চূর্ণ

প্রকাশিত: ০৬:০০, ১৯ এপ্রিল ২০১৮

এবার বাসের চাকায় ব্যবসায়ীর পায়ের চার আঙ্গুল চূর্ণ

স্টাফ রিপোর্টার ॥ রাজীব ও হৃদয়ের পর আবারও গুলিস্তানে বেপরোয়া বাস চালানোর নির্মম শিকার হয়েছেন এক তরুণ। এতে আওলাদ হোসেন (২৩) নামে এক ব্যবসায়ীর বাঁ পায়ের পাতা ও চার আঙ্গুল মারাত্মক জখম হয়েছে। চারটি আঙ্গুলের হাড়ই চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। বুধবার বিকেল ৫টার দিকে গুলিস্তানের সিটি সুপার মার্কেটের সামনের রাস্তার পাশ ধরে হাঁটার সময় আওলাদের পায়ের ওপর উঠে যায় বাসটি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওলাদ পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় থাকেন। গুলিস্তানের জাকির সুপার মার্কেটে এ এম গার্মেন্টস নামে একটি রেডিমেড পোশাকের দোকান আছে তার। চিকিৎসাধীন আওলাদ জানান, দোকান থেকে বেরিয়ে রাস্তার পাশ ধরে একটি কাজে যাচ্ছিলেন তিনি। সিটি সুপার মার্কেটের সামনে পৌঁছালে বিআরটিসির একটি বাস হঠাৎ তার সামনে এসে বাঁ পায়ের ওপর দিয়ে চাকা উঠিয়ে দেয়। ঢামেক জরুরী বিভাগের মেডিক্যাল টেকনোলজিস্ট মোফাজ্জল হোসেন বলেন, আওলাদের পায়ের এক্স-রে করে দেখা গেছে, তার বাঁ পায়ের পাতার চারটি আঙ্গুল চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। উল্লেখ্য, গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে পান্থকুঞ্জ পার্কের সামনে বিআরটিসি একটি বাসের সঙ্গে স্বজন পরিবহনের একটি বাসের রেষারেষিতে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান রাজীব।
×