ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পশুর নদে ডুবে যাওয়া জাহাজের উদ্ধার কাজ শুরু আজ

প্রকাশিত: ০৫:৫৯, ১৯ এপ্রিল ২০১৮

পশুর নদে ডুবে যাওয়া জাহাজের উদ্ধার কাজ শুরু আজ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পশুর নদে কয়লা নিয়ে ডুবে যাওয়া ‘এমভি বিলাশ’ নামের জাহাজটির উদ্ধার কাজ আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে। দুর্ঘটনার ৫ দিন পর ‘এমভি বিলাশের’ মালিক পক্ষ এ উদ্ধার কাজ শুরু করছে। বুধবার উদ্ধার কাজের জন্য টাগবোট (সাহয্যকারী জলযান) আনা হয়েছে। ডুবে যাওয়া জাহাজের কয়লা পানির ভেতর থেকে পাইপের মাধ্যমে পাম্প করে অপসারণ করছে। ডুবন্ত জাহাজে কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক (অপারেশনস) লালন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। লালন হাওলাদার জানান, ডুবে যাওয়া জাহাজ ‘এমভি বিলাশের’ মালিকপক্ষ প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে এটির উদ্ধার প্রক্রিয়া শুরু করছে। এ কাজে বড় বড় ওয়াইর (বিশেষ রশি), দুটি টাগবোড ও একটি বলগেট প্রস্তুত রাখা হয়েছে। পানির ভেতরে এ উদ্ধার কাজ খুবই কঠিন উল্লেখ করে তিনি বলেন, উদ্ধার কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি মংলায় না থাকায় আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি। একটি উদ্ধারকারী টিমের সঙ্গে চুক্তি হয়েছে। দুপুরের ভাঁটার পর উদ্ধার কাজ শুরু করা হবে। প্রথমে ১৪ সদস্যের ডুবুরিরা ভাঁটার সময় ডুবে থাকা কার্গো জাহাজটির দু’পাশ থেকে ওয়ার টেনে দিচ্ছে। এরপর জোয়ার শুরু হলে দু’পাশে টাগবোড দিয়ে ডুবন্ত জাহাজটিকে কিনারে নিয়ে আসা হবে। তবে এর আগে জাহাজটি থেকে অধিকাংশ কয়লা পাম্প করে বলগেটে রাখা হবে। এ দিকে, সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মাহামুদুল হাসান জানান, কার্গোটি ডুবে যাওয়ার পর থেকে কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছে। বিআইডাব্লিউটিএ-এর মাধ্যমে ওই জাহাজের প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার জন্য বুধবার চিঠি পাঠানো হয়েছে। ফিটনেসসহ প্রয়োজনীয় কাগজপত্র না পেলে দু-একদিনের মধ্যেই কার্গো কর্তৃপক্ষের নামে ক্ষতিপূরণ মামলা করা হবে। অপরদিকে, পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট কামরুজ্জামান সরকার বলেন, ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা (পানি) পরীক্ষা-নিরীক্ষা করে আমরা দেখেছি পানির গুণগতমান (দ্রবীভূত অক্সিজেন-ডিও এবং পিএইচ) আগের মতো আছে। ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। তবে কয়লা অপসারণ শুরু হলে পুনরায় নমুনা (পানি) সংগ্রহ করা হবে। মংলা বন্দরের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান বলেন, লাইটার কার্গোটি বন্দরের মূল চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় নৌযান চলাচলে কোন বিঘœ ঘটছে না। তাছাড়া জাহাজ থেকে যাতে কয়লা ছড়িয়ে পড়তে না পারে সেজন্য বন্দরের নিজস্ব বর্জ্য অপসারণকারী জাহাজ পশুর ক্লিনার-১ প্রস্তুত রয়েছে। প্রসঙ্গত রবিবার রাতে সুন্দরবনের পশুর নদে মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরে হাড়বাড়িয়ার ৫ নম্বর এ্যাংকরের কাছে ডুবোচরে ধাক্কা লেগে তলা ফেটে ৭৭৫ মেট্রিক টন কয়লা বোঝাই ওই জাহাজটি ডুবে যায়।
×