ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তেজগাঁওয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এসি মিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ০৭:৫৩, ১৮ এপ্রিল ২০১৮

তেজগাঁওয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এসি মিস্ত্রির মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁওয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে। মুগদায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষরা। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তেজগাঁওয়ে মনিপুরিপাড়া এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মিলন হেসেন (৩৫) নামে এক এসি মেকানিকের মৃত্যু হয়েছে। বাবার নাম নুরু দেওয়ান। গ্রামের বাড়ি ঢাকা জেলার দোহার এলাকায়। তিনি রাজধানীর শ্যামলী এলাকায় থাকতেন। তার ছোট ভাই দিলন জানান, মঙ্গলবার দুপুরে তেজগাঁওয়ে মনিপুরিপাড়া এলাকায় বেসরকারী একটি অফিসের ৫ তলার ছাদে এসির কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয় ভাই মিলন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বিকেল ৫টার দিকে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা ॥ রাজধানীর মুগদায় থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শামীম আহমেদকে (৩০) কুপিয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, পূর্বশত্রুার জের ধরে প্রতিপক্ষরা তাকে কুপিয়েছে। আহতদের সহকর্মীরা জানান, সোমবার রাতে মান্ডা পিয়ার আলী গলিতে সুমু মেম্বারের অফিসে দেনা-পাওনা নিয়ে সালিশ চলছিল। এ সময় হঠাৎ ওয়ার্ড যুবলীগ সভাপতি বিপ্লবের নেতৃত্বে প্লাবন, চাঁনতারা, রনি, হিরাসহ প্রায় ১০/১২ জন কর্মী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীমকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গভীররাতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
×