ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাজ্যের কাছে সাজাপ্রাপ্ত তারেককে ফেরত চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:৪৩, ১৮ এপ্রিল ২০১৮

যুক্তরাজ্যের কাছে সাজাপ্রাপ্ত তারেককে ফেরত চাইলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, লন্ডন থেকে ॥ যুক্তরাজ্য সরকারের কাছে দেশটিতে পলাতক থাকা বিভিন্ন মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরত চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা ব্রিটিশ সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলছি। অবশ্যই একদিক আমরা তাকে ফেরত নেব। মঙ্গলবার লন্ডনে স্থানীয় সময় বিকেলে আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক ইস্যুতে যুক্তরাজ্যে ভিত্তিক থিঙ্কট্যাঙ্ক প্র্রতিষ্ঠান ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ওডিআই) আয়োজিত এক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ‘বাংলাদেশের উন্নয়নের গল্প ঃ নীতি, অগ্রগতি ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে কিনোট স্পীকার হিসাবে মূল বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ও যুক্তরাজ্যের দুজন সাংবাদিক লন্ডনে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিয়ে থাকা তারেক রহমান সম্পর্কে সরকারের অবস্থান জানতে চান প্রধানমন্ত্রীর কাছে। তারা প্রশ্ন করতে গিয়ে বলেন, দুর্নীতি মামলায় দ-িত শুধু নয়, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আপনাকে (শেখ হাসিনা) হত্যা প্রচেষ্টার মামলার আসামি লন্ডনে অবস্থান করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে, সরকারবিরোধী তৎপরতা চালাচ্ছে। তাকে (তারেক জিয়া) ফেরত নেয়ার বিষয়ে সরকার থেকে কোন উদ্যোগ নেয়া হবে কি না? এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে একটি ফ্রি কান্ট্রি। যে কেউ কোন দেশে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিতে পারে, সেটা সত্য। কিন্তু ওই (তারেক রহমান) ব্যক্তি অপরাধ করেছে এবং ইতোমধ্যে আদালত কর্তৃক দ-িত হয়েছে। আমি বুঝি না, কিভাবে যুক্তরাজ্যে একজন দ-িত ব্যক্তিকে আশ্রয় দিয়ে রাখছে। এটা যুক্তরাজ্য সরকারকে প্রশ্ন করলে তারাই ভাল উত্তর দিতে পারবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, তারেক রহমান আদালতের মাধ্যমে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে আদালত রায় দিয়েছে। অবশ্যই আমরা তাকে ফেরত চাই এবং তার (তারেক রহমান) উচিত দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়া। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ব্রিটিশ সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলছি। অবশ্যই একদিন আমরা তাকে ফেরত নেব।
×