ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প শুরু ১৩ মে

তুষারকে ‘এ’ দলে বিবেচনায় আনা হচ্ছে

প্রকাশিত: ০৭:০৮, ১৮ এপ্রিল ২০১৮

তুষারকে ‘এ’ দলে বিবেচনায় আনা হচ্ছে

স্পোর্টস রিপোর্টার ॥ একের পর এক সেঞ্চুরি করে চলেছেন তুষার ইমরান। রান তো ১০ হাজার আগেই ছাড়িয়েছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে রান ও সেঞ্চুরি সংখ্যার দিক দিয়ে এখন দেশের এক নম্বর তুষার। তাহলে কী জাতীয় দলে তুষারের ঠাঁই হবে? এমন প্রশ্ন যখন খুব ভালভাবেই উঠছে তখন বিষয়টি স্পষ্ট করলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বুঝিয়ে দিলেন, এখনই জাতীয় দলে নয়, আগে ‘এ’ দলে তুষারকে পরখ করা হবে। মঙ্গলবার প্রধান নির্বাচক নান্নু বললেন, ‘ওকে (তুষার) নিয়ে আমরা বিবেচনা (‘এ’ দল) করছি। পারফর্মেন্সের সঙ্গে সমঝোতা হয় না।’ জুনে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ‘এ’ দলের সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এ সিরিজেই তুষারকে দেখা যেতে পারে। যদি সিরিজে ভাল খেলেন। তাহলে জাতীয় দলে সুযোগ হলেও হতে পারে। অবশ্য তা যে এখনই সম্ভব নয়। তাও যেন বুঝিয়ে দিয়েছেন নান্নু। তিনি জানিয়েছেন, ‘দেখতে হবে আন্তর্জাতিক অঙ্গনে পারফর্ম করতে তার কতটুকু সামর্থ্য। দেশের বাইরে টেকনিক্যালি তারা কতটুকু দক্ষ সেটাও কিন্তু বিবেচনায় রাখতে হবে। কারণ ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য।’ বোঝাই যাচ্ছে, তুষারের টেস্টে ফেরা এতটা সহজ হচ্ছে না। তুষার নিজেও তা জানেন। তাইতো টেস্টে ফেরার জন্য প্রস্তুত থাকার কথা বলার সঙ্গে এও জানিয়েছিলেন, ‘আমি চেষ্টা করে যাচ্ছি। আর প্রমাণের একটাই জায়গা ঘরোয়া ক্রিকেটে। আমি এখানে সুযোগ পাচ্ছি, ভাল করে যাচ্ছি, ইনশাল্লাহ সামনেও করব। যদি নির্বাচকরা মনে করে এটা এনাফ, আমাকে নিতে চায়, আমি প্রস্তুত আছি।’ সঙ্গে যোগ করেছিলেন, ‘এখন যে দলটা খেলছে বাংলাদেশের হয়ে, ভেরি ডিফিকাল্ট এদের বিট করা। অনেকদিন ধরেই এক সঙ্গে খেলে যাচ্ছে। আমি আমার মতোই চেষ্টা করছি, কাউকে বিট করা যায় কি না। লাইক আমি যে পজিশনে ব্যাট করি সে পজিশনে মুশফিক আছে, রিয়াদ আছে, সাকিব আছে, তারপর মুমিনুল আছে। এরাতো জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফর্মেন্স করে যাচ্ছে। আমি হয়তো ঘরোয়া ক্রিকেটে করে যাচ্ছি। আমাকে নিয়ে যদি চিন্তা-ভাবনা করে, আমি ওইভাবেই চেষ্টা করে যাচ্ছি শতভাগ দেয়ার জন্য। আমি যে জায়গায় ব্যাট করি সে জায়গাটা আসলে অনেক টাফ। ওদের বিট করতে হলে হয়তো আরও অনেক বেশি রান করতে হবে।’ তুষার শেষ পর্যন্ত ‘এ’ দলে পারফর্মেন্স দেখিয়ে জাতীয় দলে সুযোগ করে নিতে পারেন কিনা, তাই দেখার বিষয়। তুষার হয়তো জুনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামতে পারেন। আর সেই দল ঘোষণা হয়েও যাবে। জুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে বাংলাদেশ দলের। ১৩ মে থেকে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্পও শুরু হয়ে যাবে। আগে নির্বাচকরা ‘এ’ দল ঘোষণা করবেন। দুই সপ্তাহ পর ঘোষণা করবেন জাতীয় দল। তার মানে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজের দিকে নির্বাচকদের নজর থাকবে। এখন তুষার নজর কাড়তে পারলেই হলো।
×