ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেফারি অলিভারের নিরাপত্তায় পুলিশ

প্রকাশিত: ০৭:০৮, ১৮ এপ্রিল ২০১৮

রেফারি অলিভারের নিরাপত্তায় পুলিশ

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটের দ্বিতীয় লেগ ছিল দারুণ জমজমাট। জুভেন্টাসের মাটিতে গিয়ে ৩-০ গোলে জিতে এসেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু নিজেদের মাঠে হারতে বসেছিল ৩-০ ব্যবধানে। শেষ মুহূর্তের পেনাল্টিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করলে ৩-১ গোলে হারে রিয়াল। কিন্তু দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে সেমিফাইনালে উঠে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে পেনাল্টির বিতর্ক এখনও শেষ হয়নি। ইংলিশ রেফারি মাইকেল অলিভারকে দেয়া হয়েছে নানাবিধ হুমকি। এরপর পুলিশ তাকে নিরাপত্তা সহায়তা দেয়াতে স্বস্তিতেই আছেন অলিভার ও তার পরিবার। একেবারে শেষ মুহূর্তের পেনাল্টি নিয়ে মাঠেই শুরু হয় বিতর্ক। জুভেন্টাসের খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ করেন। গোলরক্ষক জিয়ানলুইগি বুফন তর্কে লিপ্ত হন ৩৩ বছর বয়সী অলিভারের সঙ্গে। শেষ পর্যন্ত বুফনকে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়। রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করায় আর টাইব্রেকার পর্যন্ত গড়ায়নি ম্যাচটি। হেরেও দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে সেমিতে ওঠে রিয়াল। এরপর থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে অলিভার ও তার স্ত্রী লুসিকে নিয়ে ট্রল হতে থাকে। এমনকি লুসির ব্যক্তিগত মোবাইল নাম্বার পোস্ট করা হয়। এরপর থেকে বিভিন্ন কুরুচিপূর্ণ ও অশ্লীল বার্তা পেতে থাকেন লুসি। দেয়া হয় বিভিন্ন ধরনের হুমকি। এ বিষয়ে নর্দাম্বিয়ার পুলিশের মুখপাত্র বলেন, ‘আমরা সামাজিক মাধ্যমগুলোয় হুমকি প্রদান করা বার্তাগুলো বেশ ভালভাবেই আমলে নিয়ে কড়া নজরদারি করছি। এই ধরনের আচরণ সম্পূর্ণভাবেই অগ্রহণযোগ্য এবং এ ধরনের বার্তাগুলো লেখার মাধ্যমে লোকজন নিশ্চিতভাবেই একটা অপরাধ সংঘটন করছেন।’
×