ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শূটার বাকি-শাকিলকে নিয়ে বিজয় র‌্যালি

প্রকাশিত: ০৭:০৭, ১৮ এপ্রিল ২০১৮

শূটার বাকি-শাকিলকে নিয়ে বিজয় র‌্যালি

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে দুটি রৌপ্যপদক জিতে বাংলাদেশ পদক তালিকায় অধিকার করেছে ৩০তম স্থানটি। এই দুটি পদকই এসেছে গোলাবারুদের খেলা শূটিং থেকে। পদকদুটি জেতেন দুই শূটার আবদুল্লাহ হেল বাকি (১০ মিটার এয়ার রাইফেল) এবং শাকিল আহমেদ (৫০ মিটার পিস্তল ইভেন্ট)। রৌপ্যজয়ী বাকি ও শাকিলরা ঢাকায় ফেরেন সোমবার রাতে। তাদের নিয়ে মঙ্গলবার বিকেলে একটি বিজয় র‌্যালির আয়োজন করে বাংলাদেশ শূটিং স্পোর্ট ফেডারেশন। বিজয়-র‌্যালি শুরু হয় গুলশান-১ এর বাংলাদেশ শূটিং স্পোর্ট ফেডারেশন কার্যালয় থেকে। র‌্যালিটি হাতিরঝিল হয়ে গুলশান-১ দিয়ে র‌্যালি যায় গুলশান-২এ। তারপর আবার ফেডারেশনের সামনে এসে শেষ হয় র‌্যালি। র‌্যালিতে উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক শূটার, সংগঠক, ফেডারেশনের কর্মকর্তা। অচিরেই বাকি-শাকিলকে একটি সংবর্ধনা দেবে ফেডারেশন। সেখানে বাকি-শাকিলদের হাতে তুলে দেয়া হবে ফেডারেশন ঘোষিত ৭ লাখ টাকা করে মোট ১৪ লাখ টাকা পুরস্কার। এর বাইরে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনও তাদের ঘোষণা অনুযায়ী ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা পুরস্কার দেবে দুই শূটারকে।
×