ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ চান এ্যাথলেটরা

প্রকাশিত: ০৭:০৭, ১৮ এপ্রিল ২০১৮

আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ চান এ্যাথলেটরা

স্পোর্টস রিপোর্টার ॥ কমনওয়েলথ গেমস শেষে দেশে ফিরে আন্তর্জাতিক মানের কোচ ও প্রশিক্ষণের দাবি তুলেছেন এ্যাথলেটরা। কমনওয়েলথে মোট ছয়টি ইভেন্টে অংশ নেয় বাংলাদেশ। এবার বাংলাদেশের অর্জিত দুটি রৌপ্যপদকই এসেছে শূটিং থেকে। আব্দুল্লাহ হেল বাকির পর পদক জেতেন শাকিল আহমেদ। প্রথমবারের মতো কমনওয়েলথে রেসলিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন নারী রেসলার শিরিন সুলতানা। সেমিফাইনালে উঠেও পদক হাতছাড়া হওয়ায় উন্নত প্রশিক্ষণের অভাবকে দায়ী করেন তিনি। আগস্টে শুরু হবে এশিয়ান গেমস, তারই প্রস্তুতি নিতে দ্রুত এ্যাথলেটদের ট্রেনিং, ক্যাম্পিংয়ের ব্যবস্থা করার কথা জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ)। বিওএ’র সহসভাপতি শেখ বশির আল মামুন বলেন, ‘বাকি-শাকিল ছাড়া অন্য চার শূটাররা ভাল করেছে, অলিম্পিকে স্বর্ণ জিতে বাংলাদেশের সব আক্ষেপ ঘোচাবে তারা, এ জন্য বিওএ থেকে সবধরনের সহায়তা সামর্থ্য অনুযায়ী করা হবে।’ আইপিএল পয়েন্ট টেবিল দল ম্যাচ জয় হার পরিত্যক্ত পয়েন্ট রানরেট হায়দরাবাদ ৩ ৩ ০ ০ ৬ ০.৭৭২ কলকাতা ৪ ২ ২ ০ ৪ ০.৮৬৩ পাঞ্জাব ৩ ২ ১ ০ ৪ ০.১১৬ চেন্নাই ৩ ২ ১ ০ ৪ ০.১০৩ রাজস্থান ৩ ২ ১ ০ ৪ -০.২৪৭ বেঙ্গালুরু ৩ ১ ২ ০ ২ -০.৩৭৩ দিল্লী ৪ ১ ৩ ০ ২ -১.৩৯৯ মুম্বাই ৩ ০ ৩ ০ ০ -০.১৭৪ ** মঙ্গলবার মুম্বাই-ব্যাঙ্গালুরু ম্যাচের আগ পর্যন্ত
×