ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুবিধাজনক অবস্থায় উত্তরাঞ্চল, ইনজুরির জন্য উত্তরাঞ্চলের হয়ে মাঠে নামতে পারেননি মুশফিকুর রহীম

দক্ষিণাঞ্চলকে বিপদে ফেলেছে মধ্যাঞ্চল

প্রকাশিত: ০৭:০৬, ১৮ এপ্রিল ২০১৮

দক্ষিণাঞ্চলকে বিপদে ফেলেছে মধ্যাঞ্চল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) পঞ্চম রাউন্ড শুরু হয়েছে মঙ্গলবার। এ রাউন্ডের প্রথমদিনে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলকে বিপদে ফেলেছে ওয়ালটন মধ্যাঞ্চল। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় আছে বিসিবি উত্তরাঞ্চল। দলটিতে খেলছেন না মুশফিকুর রহীম। চতুর্থ রাউন্ডে এ্যাঙ্কেলে চোট পান তিনি। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। মুশফিককে ছাড়াই উত্তরাঞ্চল দারুণ খেলছে। এবাদত-মোশাররফের বোলিং ঝলক ॥ তুষার ইমরান বড় ইনিংস না খেললেই যেন বিপদে পড়ে দক্ষিণাঞ্চল। পঞ্চম রাউন্ডের প্রথমদিনে তাই দেখা গেছে। ৪ উইকেট করে নেয়া এবাদত হোসেন ও মোশাররফ হোসেন রুবেল আবার এমন নৈপুণ্য দেখিয়েছেন, তাতে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস ১৯১ রানেই গুটিয়ে গেছে। ফজলে মাহমুদ রাব্বি সর্বোচ্চ ৪০ রান করতে পারেন। জবাব দিতে নেমে ওপেনার সাদমান ইসলামের অপরাজিত ৬৬, আবদুল মজিদের ৪৪ ও ওপেনার সাইফ হাসানের ৩০ রানে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ২ উইকেট হারিয়ে ১৫৪ রান করে মধ্যাঞ্চল। এখনও ৩৭ রানে পিছিয়ে আছে মধ্যাঞ্চল। তবে বোঝাই যাচ্ছে, দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চলের যদি ধস নামে তাহলে বাজিমাত করবে মধ্যাঞ্চল। মুশফিকের অনুপস্থিতিতে শান্তর ব্যাটিং চমক ॥ বৃষ্টির জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উত্তরাঞ্চল-পূর্বাঞ্চলের ম্যাচটির প্রথমদিনে ৬৫ ওভারের বেশি খেলা হয়নি। তাতেই প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২০৪ রান করে ফেলেছে উত্তরাঞ্চল। চতুর্থ রাউন্ডের তৃতীয়দিনে সেঞ্চুরি করেছিলেন মুশফিক। প্রায় চার বছর পর প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। এরপরই ইনজুরিতে পড়েন। তাতে করে চলমান পঞ্চম রাউন্ডে তো খেলতে পারবেনই না, বিসিএলেই আর খেলা হবে না। মুশফিক না থাকলেও নাজমুল হোসেন শান্ত বুঝতে দেননি অভাব। ৭৩ রানের ইনিংস খেলে দলকে এতদূর এনে দিয়েছেন। শান্তর সঙ্গে ওপেনার মিজানুর রহমান ৪৬ ও জহুরুল ইসলাম অমি অপরাজিত ৪৩ রান করলে ২০০ রানের ওপরে হয়ে যায়। মোহাম্মদ আশরাফুল ২ উইকেট নেন। স্কোর ॥ দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস ॥ ১৯১/১০; ৪৯.৫ ওভার (রাব্বি ৪০, সোহান ২৮, ইমরুল ২৬, বিজয় ২৩; এবাদত ৪/৩২, মোশাররফ ৪/৫৭)। মধ্যাঞ্চল প্রথম ইনিংস ॥ ১৫৪/২; ৩৫ ওভার (সাদমান ৬৬*, মজিদ ৪৪, সাইফ ৩০; নাঈম ১/৪৩)। উত্তরাঞ্চল প্রথম ইনিংস ॥ ২০৪/৫; ৬৫ ওভার (শান্ত ৭৩, মিজানুর ৪৬, অমি ৪৩*, আরিফুল ১৭*; আশরাফুল ২/২২, সোহাগ ২/৬০)।
×