ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরি’এ লীগ

তবু হাল ছাড়ছে না নেপোলি

প্রকাশিত: ০৭:০৫, ১৮ এপ্রিল ২০১৮

তবু হাল ছাড়ছে না নেপোলি

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান সিরি’এ লীগে এখন অগ্নিপরীক্ষার সামনে নেপোলি। সর্বশেষ ম্যাচে এসি মিলানের কাছে ধাক্কা খেয়ে শিরোপা লড়াই থেকে অনেকখানি পিছিয়ে পড়েছে তারা। আর ৬টি করে ম্যাচ বাকি। এর মধ্যেই প্রতিপক্ষ জুভেন্টাসের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে গেছে। শিরোপার সুবাস পেতে শুরু করেছে টানা ৬ বার সিরি’এ চ্যাম্পিয়ন হওয়া জুভেন্টাস। রবিবার রাতে তারা ৩-০ গোলে হারিয়ে দেয় সাম্পদোরিয়াকে। ফলে ৩২ ম্যাচে এখন ৮৪ পয়েন্ট তাদের। ওল্ড লেডিদের সঙ্গে ব্যবধান বেশি হওয়ার পেছনে এসি মিলানের সঙ্গে গোলশূন্য ড্র-টাই কাল হয়েছে। ৩২ ম্যাচে ৭৮ পয়েন্ট এখন নেপোলির। তবে এরপরও আগামী সপ্তাহের মধ্যেই ঘটে যেতে পারে অভাবনীয় কিছু ঘটনা। সেসবের অপেক্ষায়ই আশায় বুক বেধে আছে নেপোলি। রবিবার রাতে জুভেন্টাসের বিপক্ষে খেলতে নামার আগে তাই নিজেদের গুছিয়ে নিচ্ছে তারা। মানসিকভাবে চাঙ্গা থাকার জন্য জয়ের বিকল্প নেই, সে পথেই হাঁটতে চাইছে নেপোলি। শিরোপা জেতার ক্ষেত্রে হাল ছাড়তেও চাইছে না। রবিবার সন্ধ্যায় নিঃসন্দেহে এবার সিরি’এ লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় ম্যাচ। এ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে জুভেন্টাস-নেপোলি। গত রবিবার তারা মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র করে পিছিয়ে পড়লেও আগামী রবিবারের জয় আবার তাদের লড়াইয়ে ভালভাবেই ফিরিয়ে আনতে পারে। নেপোলিও আত্মবিশ্বাসী তারা ঘুরে দাঁড়াতে সক্ষম হবে ভালভাবেই। ১৯৮৭ ও ১৯৯০ সালে সর্বশেষ শিরোপা জয়ী দলটি তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে উদগ্রীব। এ বিষয়ে নেপোলির অধিনায়ক মারেক হামসিক বলেন, ‘এখনও ১৮ পয়েন্টের খেলা আছে। আমাদের সঙ্গে জুভেন্টাসের যে ব্যবধান সেটা বড় হয়ে গেছে। কিন্তু গাণিতিকভাবে যতক্ষণ পর্যন্ত সম্ভব ততক্ষণ পর্যন্ত আমরা আশা ছাড়ছি না।’ এই মুহূর্তে লীগ টেবিলে ১৩ নম্বরে থাকা উদিনিসের বিপক্ষে নেপোলি জিততে পারলে অনেক কিছুই পাল্টে যেতে পারে। কারণ জুভেন্টাসের সামনে অনেক বড় চ্যালেঞ্জ আছে তিনটি। পুরনো চরম প্রতিপক্ষ ইন্টার মিলান ও এএস রোমার বিপক্ষে খেলতে হবে তাদের। আবার এই মুহূর্তে দুইয়ে থাকা নেপোলিরও মোকাবেলা করতে হবে। যদিও আজ ক্রোটোনে গিয়ে খেলতে হবে জুভদের। যারা এই মুহূর্তে তলানির দিক থেকে তিন নম্বরে আছে। কিন্তু আগামী সোমবারের মধ্যে সিরি’এ লীগে অনেক ধরনের উত্থান-পতন ঘটতে পারে। এর মাঝে জুভেন্টাস ও নেপোলি কোন ম্যাচ না হারলে রবিবার পরস্পরের মুখোমুখি লড়াইয়ের ফলাফলটাই নির্ধারণ করে দেবে এবার ইতালিয়ান এ সর্বোচ্চ লীগের চ্যাম্পিয়নশিপ। জুভেন্টাস-নেপোলির সে লড়াইয়ের আগেই অনেক এগিয়ে গেছে ওল্ড লেডিরা। জুভরা জিতে গেলে শিরোপা তাদের ঘরে ওঠা সময়ের ব্যাপার মাত্র। তবে নেপোলি জিততে পারলে অপেক্ষা করতে হবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ওল্ড লেডিদের কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রিও বলেছেন, ‘নেপোলির দুর্দান্ত একটি মৌসুম কেটেছে। এখনও তারা লড়াইয়ে ঠিকভাবেই আছে। আমার মনে হয় আগামী দুটি ম্যাচ শিরোপার জন্য অন্যতম বড় পরীক্ষা হবে।’ জুভেন্টাসের ফরাসী মিডফিল্ডার ব্লেইস মাতুইদি বলেন, ‘নিষ্পত্তি টানার একটি সপ্তাহ। কিন্তু নেপোলিকে নিয়ে ভাববার আগে আমাদের অবশ্যই ক্রোটোনকে হারাতে হবে। আমাদের খুবই সতর্ক থাকতে হবে, কারণ এমনকি স্পালের বিপক্ষে আমাদের জয় নিয়ে সবাই নিশ্চিত ছিল। কিন্তু সেটা হয়নি। এখন আমরা এ ধরনের কোন চমকের জন্য সুযোগ দিতে চাই না।’
×