ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই ধাপ এগিয়েছে ব্রাজিল ॥ ক্রুস

প্রকাশিত: ০৬:৪৬, ১৮ এপ্রিল ২০১৮

দুই ধাপ এগিয়েছে ব্রাজিল ॥ ক্রুস

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে সেই হারের দুঃস্মৃতিটা ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে এখনও বেশ তরতাজা। ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল সেলেসাওরা। তবে বিশ্বকাপের ইতিহাসে বিশাল বড় হারের সেই লজ্জা থেকে বেরিয়ে এসে মানসিকভাবে নিজেদের শক্তিশালী করার চ্যালেঞ্জে বেশ ভালভাবেই উতরে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে সবার আগে চূড়ান্তপর্বের টিকেটও নিশ্চিত করে তারা। সেই ম্যাচে জোড়া গোল করা জার্মানির তারকা মিডফিল্ডার টনি ক্রুসও তাই বলতে বাধ্য হয়েছেন যে, ‘২০১৪ সালের তুলনায় এবারের ব্রাজিল দলটি দুইধাপ ওপরে রয়েছে।’ চার বছর আগে বেলো হরিজোন্তের সেমিফাইনালে জোড়া গোল করেছিলেন টনি ক্রুস। তবে ইনজুরির কারণে সেই ম্যাচে ছিলেন না সেলেসাওদের তারকা ফরোয়ার্ড নেইমার। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ শুরুর ৩০ মিনিটের মধ্যেই নাটকীয়ভাবে ৫ গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। পুরো স্টেডিয়াম তখন হতবাক হয়ে গিয়েছিল। তবে সেই হতাশা কাটিয়ে সেলেসাওরা এখন ২০১৮ বিশ্বকাপে নিজেদের সেরাটা ঢেলে দিতে মরিয়া। রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বর্তমানে অংশগ্রহণকারী দলগুলো ছাড়াও বিশ্বের বেশিরভাগ দেশই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নিয়ে ব্যস্ত। তারই অংশ হিসেবে মঙ্গলবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। কিন্তু এই ম্যাচে ২০১৪ সালের কোন পুনরাবৃত্তি হবে না বলেই বিশ্বাস করেন ক্রুস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনকার দলটি অনেক বেশি সংঘবদ্ধ। এই দলে বেশ কয়েকজন ভাল খেলোয়াড় রয়েছে। রিয়াল মাদ্রিদের আমার সতীর্থ কাসেমিরো দারুণ ছন্দে। একটি দল হিসেবে এই মুহূর্তে অসাধারণ খেলছে ব্রাজিল। অবশ্যই বিশ্বকাপে ব্রাজিল অন্যতম ফেবারিট দল।’ গত শুক্রবার মস্কোতে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে রাশিয়াকে ৩-০ গোলে পরাজিত করে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে টিটের দল। পরের ম্যাচে মঙ্গলবার বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিক জার্মানির মোকাবেলা করবে মার্সেলো-আলভেজরা। কিন্তু ইনজুরির কারণে এবারও দলে নেই নেইমার। নেইমারবিহীন সেলেসাওদের জেতাতে রাশিয়ার বিপক্ষে গোল করেছিলেন মিরান্ডা, পাউলিনহো ও ফিলিপে কুটিনহো। ম্যাচটি ছিল মস্কোর লুজিনকি স্টেডিয়ামে। এই স্টেডিয়ামেই আগামী ১৫ জুলাই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। এদিকে ব্রাজিলের জয়ের দিনে ড্র করেছিল জার্মানি। ডসেলডর্ফে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে। সেই সঙ্গে অপরাজিত থাকার রেকর্ডটাকে নিয়ে গেছে ২২এ। মাত্র ৬ মিনিটে রড্রিগো মোরোনোর গোলে স্বাগতিকদের পেছনে ফেলে এগিয়ে গিয়েছিল স্পেন। কিন্তু প্রথমার্ধেই থমাস মুলারের দুর্দান্ত গোলে সমতায় ফেরায় বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে জার্মানির কোচ জোয়াকিম লো নিজেদের পারফর্মেন্সে সন্তুষ্ট। তবে সিনিয়র খেলোয়াড়দের সন্তুষ্ট করতে পারেনি। সেন্টার ব্যাক জেরম বোয়াটেং বলেন প্রথম ২০ মিনিট সবকিছুই ছিল এলোমেলো। ঐ সময়ে স্পেন আমাদের নিয়ে ছিনিমিনি খেলেছে। রক্ষণভাগে আমাদের আরও মনোযোগী হওয়া উচিত ছিল। কাউন্টার এ্যাটাকেও আমরা দুর্বল ছিলাম। সবমিলিয়ে এটা মোটেও আমাদের সঙ্গে যায় না। ক্রুসও বোয়াটেংয়ের সঙ্গে সুর মিলিয়েছেন। তিনি বলেন, প্রথম ২০ মিনিটে আমরা কিছুই করতে পারিনি। ব্রাজিলের বিপক্ষে পাঁচটি পরিবর্তনের পরিকল্পনা করছেন লো। তারকা স্ট্রাইকার থমাস মুলার ও মেসুত ওজিলকে ইতোমধ্যেই ছেড়ে দেয়া হয়েছে। হার্থা বার্লিন লেফট ব্যাক মারভিন প্ল্যাটানহার্ড ব্রাজিলের বিপক্ষে খেলবেন। এছাড়া উইংয়ে জুলিয়ান ড্রাক্সলারের জায়গায় ফিরছেন ম্যানচেস্টার সিটির লিওরি সানে। সেমি খেদিরার স্থানে দলে আসছেন ইকে গুনডোগান। স্পেনের বিপক্ষে পিঠের ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন খেদিরা।
×