ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইয়াবাসহ ইউপি সদস্য আটক

প্রকাশিত: ০৬:৪৪, ১৮ এপ্রিল ২০১৮

ইয়াবাসহ ইউপি সদস্য আটক

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৭ এপ্রিল ॥ সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউপির সদস্য আমানুর কবীর লাভলু ও তার সহযোগী আব্দুর রাজ্জাককে ১৬টি ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে মহাদান গ্রামে ওই ইউপি সদস্যের বাড়ির আঙিনা থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউপি সদস্য আমানুর কবীর লাভলু (৩৫) এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানা পুলিশ সোমবার গভীর রাতে আমানুর কবীর লাভলুর বাড়িতে অভিযান চালায়। পুলিশ তাকে ১৬ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। এ সময় তার এক সহযোগী একই গ্রামের আব্দুর রাজ্জাককে (২৮) আটক করা হয়। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষক গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে (৮) ধর্ষণের চেষ্টার ঘটনায় মঙ্গলবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত কাইয়ুম খানকে (৪৫) গ্রেফতার করেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী (৮) সোমবার স্কুল ছুটির পর বাড়িতে ফিরছিল। পথে একটি পান বরজের কাছে পৌঁছলে প্রতিবেশী ভ্যানচালক ও তিন সন্তানের জনক কাইয়ুম খান ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে কাইয়ুম পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার সকালে শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ ১৭ এপ্রিল ॥ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পাঠদান শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে স্থাপিত অস্থায়ী ক্যাম্পাসে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণীতে তিনটি অনুষদের পাঠদান কার্যক্রম উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উপাচার্য বিশ্বজিৎ ঘোষ। এ সময় বক্তব্য রাখেন রেজিস্ট্রার সোরহাব হোসেন, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নূরুল ইসলাম, এ.এম আব্দুল আজিজ, উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা প্রমুখ।
×