ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপপুর পরমাণু প্রকল্প

ক্ষতিপূরণ দাবিতে ঈশ্বরদী ইউএনও কার্যালয় ঘেরাও

প্রকাশিত: ০৬:৪৩, ১৮ এপ্রিল ২০১৮

ক্ষতিপূরণ দাবিতে ঈশ্বরদী ইউএনও কার্যালয় ঘেরাও

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুত উৎপাদন কেন্দ্র এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের ক্ষতিপূরণের টাকা আদায়ের জন্য মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বরাদ্দকৃত প্রায় সোয়া ২৮ কোটি টাকা প্রাপ্তির আশায় বিভিন্ন প্রকার স্লোগান দেয়। পরে তারা তাদের নামে বরাদ্দকৃত টাকা কয়দিনের মধ্যে দেয়া হবে তা ঘোষণা করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অফিস কক্ষে দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এ সময় ইউপি সদস্য আব্দুল আজিজ, জুয়েল হোসেন, দাবিদার কৃষক রবিউল ইসলাম, রশিদ মালিথা, আবু মোল্লা, সেকেন্দার আলী বক্তব্য দেন। বক্তারা বলেন, এক বছর পার হলেও আমরা ক্ষতিপূরণের টাকা পাইনি। মন্ত্রণালয় থেকে নিয়মমাফিক বরাদ্দকৃত টাকা ক্ষতিপূরণের টাকা জেলা প্রশাসক চিঠির মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রদানের নির্দেশ দিলেও তিনি রহস্যজনকভাবে সে নির্দেশ পালন করছেন না। উত্তেজিত কৃষকরা আরও বলেন, টাকা প্রদানের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা না হলে আমরা পরমাণু প্রকল্প এলাকায় মহাসড়ক অবরোধ করাসহ বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এসব বিষয়ে পাকশী ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস জানান, প্রকল্প বাস্তবায়নের স্বার্থে জমি অধিগ্রহণের সময় কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণের টাকা প্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতা করার কথা বলেছিলাম।
×