ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় পাওনা টাকা চাওয়ায় হামলা ॥ গুলিবিদ্ধসহ আহত ১০

প্রকাশিত: ০৬:৪৩, ১৮ এপ্রিল ২০১৮

আশুলিয়ায় পাওনা টাকা চাওয়ায় হামলা ॥ গুলিবিদ্ধসহ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৭ এপ্রিল ॥ পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসীদের হামলায় একই পরিবারের ৪ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন। এ সময় সন্ত্রাসীর বাড়িতে ভাংচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা। মঙ্গলবার বিকেল তিনটার দিকে আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের সেনওয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই এলাকায় মুদি দোকান করে জীবিকা নির্বাহ করে আসছিল রাজন মিয়া। বছরখানেক আগে তার দোকান থেকে ৩৫শ’ টাকার বাকিতে সদাই ক্রয় করে স্থানীয় বাবুল হোসেন নামের এলাকার এক ভাড়াটিয়া। বাবুল এদিন ওই এলাকার ভাড়া বাসা ছেড়ে পাশর্^বর্তী পানধোয়া এলাকায় ভাড়া বাসা নেন। এ সময় রাজন মিয়া পাওনা ৩৫শ’ টাকা বাবুলের কাছে চায়। পরে বাবুল টাকা না দিয়ে সন্ত্রাসী ভাড়া করে এনে রাজনকে কুপিয়ে জখম করে। রাজনের বাবা আব্দুর রাজ্জাক (৬৫) ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে । এতে রাজন, ভাই সজীব, রনি ও মাসুম গুলিবিদ্ধ হয়। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় রাজনের বাবা, তাদের পরিবারের সদস্য তাসলিমা ও পাপিয়াসহ আর তিনজনকে পিটিয়ে আহত করে এবং বাড়িঘরে ব্যাপক ভাংচুর করে। যাবার সময় সন্ত্রাসীরা আলমারি ভেঙ্গে ২ লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে।
×