ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৬:৪২, ১৮ এপ্রিল ২০১৮

চট্টগ্রামে ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের ২ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ও ফল পরিবর্তনের প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে উদ্ধার হয় প্রশ্ন ফাঁসের কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন সেট এবং ১২টি সিমকার্ড। সোমবার রাতে এই অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি টিম। র‌্যাব জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, গ্রেফতার দুজনের নাম মোঃ আফজাল (২১) এবং আবদুল্লাহ ফাহিম (১৯)। এরা ভুয়া প্রশ্নপত্র সরবরাহ এবং পরীক্ষায় ফল পরিবর্তনের কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে এদের আটকের পর বেরিয়ে আসে প্রশ্ন ফাঁসকারী চক্রের সঙ্গে এদের সম্পর্ক। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ফাঁস চক্রের সঙ্গে তাদের যোগাযোগ হয় ফেসবুক এবং হোয়াটসএ্যাপে। এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুজন অন্যান্য গ্রুপের সঙ্গেও যুক্ত। প্রশ্নপত্র সংগ্রহ করে তারা বিকাশের মাধ্যমে টাকা গ্রহণ করে তা সরবরাহ করে আসছিল। এসএসসি পরীক্ষার বিভিন্ন প্রশ্ন ফাঁসের সঙ্গেও তাদের সংশ্লিষ্টতা ছিল। শিক্ষার্থী এবং অভিভাবকদের দেয়া তথ্যের ভিত্তিতে এ দুজনকে ধরা হয়। তাদের কাছে পাওয়া তথ্য যাচাই বাছাই করে অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী চকবাজার থানায় মামলা দায়ের হয়েছে। রংপুর নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, ভুয়া প্রশ্নপত্র বিক্রির নামে প্রতারণার অভিযোগে র‌্যাব-১৩ সদস্যরা গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার খোদাবকস পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে গোলাম আজম (১৮) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোলাম আযম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণের নামে পরীক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। সে ভুয়া প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সরবরাহের নামে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত।
×