ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতাকে শ্রদ্ধা

প্রকাশিত: ০৬:৪১, ১৮ এপ্রিল ২০১৮

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতাকে শ্রদ্ধা

চট্টগ্রাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মঙ্গলবার পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ইত্যাদি। মুজিবনগরের উদ্দেশে চট্টগ্রাম থেকে যাত্রা করেন ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, মুজিবনগর সরকারই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে। এই সরকার গঠনের পরই ভারত বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করতে রাজি হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় ড. অনুপম সেন বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের পর মুক্তিযুদ্ধ ও দেশ পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল। এরপর মুজিবনগর সরকারই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। মুজিবনগর সরকার গঠনের পর বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করতে ভারত রাজি হয়। তাজউদ্দীন আহমদ যখন ১৯৭১ এর ৪ এপ্রিল ভারত সরকারের কাছে মুক্তিযুদ্ধের সহায়তার জন্য গিয়েছিলেন তখন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য কোন সরকার গঠিত হয়েছে কিনা। জবাবে তাজউদ্দীন আহমদ জানিয়েছিলেন মুজিবনগর সরকার গঠনের কথা। মূলত ৪ এপ্রিল মুজিবনগর সরকারের যাত্রা শুরু হয়ে যায়। তবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় ১৭ এপ্রিল। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সিনিয়র সহ-সভাপতি ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মুজিবনগর দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার কামাল উদ্দিন, নগর ছাত্রলীগের সাবেক নেতা আবুল বশর, আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, মহিউদ্দিন মইনুল আলম, সংস্কৃতিকর্মী কবি সজল দাশ প্রমুখ। রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, মঙ্গলবার সকালে র‌্যালি করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ এবং মহানগর বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা। সকাল ১০টায় নগরীর আলুপট্রি থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শপথবাক্য পাঠ করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সহসভাপতি শাহীন আক্তার রেনী, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, নওশের আলী, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ নেতারা। যশোর স্টাফ রিপোর্টার, যশোর অফিস থেকে জানান, জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে শোভাযাত্রা, আলোচনাসভা ও কুইজ প্রতিযোগিতা হয়। জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা সহকারে বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা ও সরকারী কর্মকর্তারা। পুষ্পস্তবক অর্পণ শেষে শোভাযাত্রাটি দড়াটানা মোড় থেকে মুজিব সড়ক হয়ে যশোর জিলা স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর জিলা স্কুল অডিটরিয়ামে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’র তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। খুলনা স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, মুজিনগর দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন। বক্তব্য রাখেন আওয়মী লীগ নেতা শেখ হায়দার আলী, মল্লিক আবিদ হোসেন কবির, সিদ্দিকুর রহমান, এমডিএ বাবুল রানা, নূর ইসলাম বন্দ, কামরুজ্জামান জামাল, অধ্যাপক আলমগীর কবির প্রমুখ। বগুড়া স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, আওয়ামী লীগ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়নে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক রুহুল আমিন, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুফিয়া নাজিম, সরকারী আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সামস উল আলম, প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বিলাসী রানী প্রমুখ। চুয়াডাঙ্গা নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা অনুষ্ঠান ও জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার বেলা ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান ও জেলা পরিষদের চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন।
×