ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাটোরে দুই পুলিশ সদস্যসহ গ্রেফতার তিন

প্রকাশিত: ০৬:৪০, ১৮ এপ্রিল ২০১৮

নাটোরে দুই পুলিশ সদস্যসহ গ্রেফতার তিন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৭ এপ্রিল ॥ ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে পুলিশ কনস্টেবল পদে চাকরি নেয়ার দায়ে ২ কনস্টেবল এবং এক সহযোগীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নাটোর সদর উপজেলার লালমনিপুর গ্রামের ফরজ ম-লের ছেলে কনস্টেবল রবিন হোসেন (১৯), বড়াইগ্রাম উপজেলার বাগডোম গ্রামের সাইফুল জোয়ারদারের ছেলে কনস্টেবল ইমরান হোসেন (২০) ও তাদের সহযোগী নাটোর পুলিশ লাইন্সের বাবুর্চি সদর উপজেলার বড়হরিশপুর এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে সোহাগ হোসেন (৩১) । মঙ্গলবার দুপুরে নাটোর সদর থানায় সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। নাটোর সদর থানার সেকেন্ড অফিসার ও মামলার তদন্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, গত ২৪ ফেব্রুয়ারি নাটোরে পুলিশ কনেস্টবল পদে লোক নিয়োগ দেয়া হয়। এই নিয়োগের সময় রবিন হোসেন এবং ইমরান হোসেন নাটোর পুলিশ লাইনের বাবুর্চি সোহাগ হোসেনসহ অপর তিন ব্যক্তির সহযোগিতায় ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি গ্রহণ করেন। পরে পুলিশী তদন্তের সময় ভুয়া মুক্তিযোদ্ধার সনদটি জাল বলে জানা যায়। খুলনায় পাটকল শ্রমিকদের ঘেরাও কর্মসূচী স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরি কমিশন, মহার্ঘভাতা ও বকেয়া পাওনাসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে ১১ দিনের কর্মসূচীর চতুর্থ দিনে মঙ্গলবার খুলনার ৭ পাটকলের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো হচ্ছে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন ও আলিম। সিবিএ-নন সিবিএ পরিষদের ডাকে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালন করেন শ্রমিকেরা। কর্মসূচী চলাকালে বক্তৃতা করেন পরিষদের নেতা সরদার মোতাহার উদ্দিন, আবু হানিফ, খলিলুর রহমান, আব্দুর রউফ, খুলিলুর রহমান, চৌধুরী মিজানুর রমান মানিকসহ নেতৃবৃন্দ।
×