ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রভাবশালীর ছত্রছায়ায় বগুড়ায় মাসের পর মাস চলছে জুয়া

প্রকাশিত: ০৬:৩৯, ১৮ এপ্রিল ২০১৮

প্রভাবশালীর ছত্রছায়ায় বগুড়ায় মাসের পর মাস চলছে জুয়া

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ গাবতলি উপজেলার সোনারায় ইউনিয়নে প্রশাসনের নাকের ডগার ওপর অবাধে চলছে জুয়ার আসর। দীর্ঘ দিন ধরে জুয়ার আসর চলার কারণে এলাকার লোকজন সর্বস্বান্ত হওয়াসহ ক্ষুব্ধ হয়ে পড়েছেন। পেশাদার জুয়ার আসর পরিচালনাকারী একটি চিহ্নিত চক্র নানাভাবে ম্যানেজ করে এই জুয়ার আসর চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সোনারায় ইউনিয়নের কাজীপাড়ায় তাবু ও প্যান্ডেল বসিয়ে এই জুয়ার আসর শুরু হয়েছে দীর্ঘদিন ধরে। মাঝে দু মাস বন্ধ থাকলেও চলতি মাস থেকে আবার সেখানে একই ভাবে জুয়ার আসর চলছে। প্রতিদিন রাত ১০টার পর থেকে জুয়ার আসর শুরু হলে এলাকায় সাজসাজ রব পড়ে যায়। জুয়ার আসরকে কেন্দ্র করে সেখানে বসে যায় দোকানপাট। সেখানকার দুই ইউপি সদস্য এই মেলার মূল আয়োজক। তাদের ওপর আর্শীবাদ রয়েছে প্রভাবশালীদের। প্রতিদিন অটোরিক্সা ও মাইক্রোবাস ভর্তি করে জুয়ায় আসক্তরা সেখানে যায় খেলতে। ডাব্বু সহ জুয়ার প্রত্যেকটি আইটেম সেখানে চলে রাতব্যাপী। প্রতিরাতে অর্ধকোটি টাকার খেলা হয় সেখানে। এ বিষয়ে সেখানকার এক ইউপি সদস্য কুড়ানু প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জুয়ার আসর চলার কথা স্বীকার করে জানান, এখন তিনি জুয়ার আসর পরিচালনার সঙ্গে নেই। অন্য এক ইউপি সদস্যসহ কয়েকজন এই জুয়ার আসর চালাচ্ছে। এ বিষয়ে গাবতলি থানার ওসি জানান, কয়েক দিন ধরে জুয়ার আসর চলার খবর তারা পেয়েছেন। কয়েকজন চুরি করে জুয়ার আসর চালাচ্ছে বলে তিনি শুনেছেন। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে বলে জানিয়ে বলেন, কোন প্রকার জুয়ার আসর চলতে দেয়া হবে না। নাম প্রকাশে অনেচ্ছুক ওই এলাকার এক ব্যক্তি জানান, প্রভাবশালীদের ছত্রছায়ায় মাসের পর মাস ধরে জুয়ার আসর চলে। মাঝে মাঝে এটি বন্ধ হলেও কয়েকদিন পর আবারও জুয়ার আসর আগের অবস্থায় ফিরে যায়। জুয়ার আসরের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী। মীরসরাইয়ে পাইপের আঘাতে শ্রমিক নিহত নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১৭ এপ্রিল ॥ মীরসরাই ইকোনোমিক জোনে পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপের আঘাতে আকরাম (১৯) নামের এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এই ঘটনা ঘটে। নিহত আকরাম ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার অনন্তপুর গ্রামের হাকিম উদ্দিনের সন্তান। সে চট্টলা বোরিং কর্পোরেশনের অধীনে মীরসরাই ইকোনোমিক জোনে কাজ করত। এই বিষয়ে চট্টলা বোরিং কর্পোরেশনের সুপারভাইজার রবিউল আউয়াল বলেন, আকরাম তাদের কোম্পানিতে গত এক বছর ধরে কাজ করছিলেন। মঙ্গলবার সকাল ১০টায় ইকোনোমিক জোনে পাইলিংয়ের কাজ করার সময় দুর্ঘটনাবশত আকরামের গায়ে একটি লোহার পাইপের আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
×