ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ছয় দোকান ভস্মীভূত

প্রকাশিত: ০৬:৩৯, ১৮ এপ্রিল ২০১৮

নওগাঁয় ছয় দোকান ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৭ এপ্রিল ॥ সোমবার রাত সাড়ে ১১টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ি বাজারে আগুনে পুড়ে গেছে ৬টি দোকান। এতে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে এলাকাবাসী কাশিয়াবাড়ি বাজারে আগুনের শিখা দেখতে পান। বিষয়টি আত্রাই ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে শ্রী নির্মল দাসের জয় সেলুন, আলাউদ্দিনের মুদির দোকান ও ১টি গোডাউন, মোস্তাফিজুর রহমানের দোকান, মনোরঞ্জন প্রামাণিকের মুড়ির গোডাউন, ইউনিয়ন আওয়ামী লীগ পার্টি অফিসের আসবাবপত্র ও সকল দোকানের মালামাল পুড়ে যায়। এতে সাত লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। মহানন্দায় ১৫৯ কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম হচ্ছে স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শেষ পর্যন্ত মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত এই ড্যাম নির্মাণ হলে নদী তীরের আট হাজার হেক্টর জমি সেচের আওতায় আসবে। শহর ও শহরবাসীর ৫ লাখ হেক্টর আম বাগান উপকৃত হবে। অতিরিক্ত দুইশ’ কোটি টাকার ফসল আসবে কৃষকের ঘরে। ১৫৯ কোটি টাকার প্রকল্পটি একনেক ইতোমধ্যেই অনুমোদন দিয়েছে। রাবার ড্যাম হলে নদীর উজানে শতাধিক বিল, ঝিল ও পুকুরের সারা বছর পানি থাকবে। ফলে মাছ চাষে নতুন দিগন্তের সৃষ্টি হবে। পাউবো নির্বাহী প্রকৌশলী জানান শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ সেতুর ৫শ’ মিটার ভাঁটিতে রাবার ড্যামটি নির্মাণ হলে বড় ধরনের সেচ সুবিধা পাবে কৃষক। পাশাপাশি রাবার ড্যামের উজানে ১০ কিলোমিটার ও ভাঁটিতে ২৬ কিলোমিটার নদী খনন করা হবে। ফলে সদর থানা ছাড়াও গোমস্তাপুর ভোলাহাট ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মানুষ দারুণভাবে উপকৃত হবে।
×