ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যৌতুক ॥ নির্যাতনের শিকার গৃহবধূ হাসপাতালে

প্রকাশিত: ০৬:৩৮, ১৮ এপ্রিল ২০১৮

যৌতুক ॥ নির্যাতনের শিকার গৃহবধূ হাসপাতালে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকায় স্বামী ও শ^শুর বাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহবধূ। যৌতুকের দাবিতে মারপিটের শিকার গুরুতর জখম ওই গৃহবধূকে মারপিটের শিকার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনের শিকার গৃহবধূর নাম ফারজানা খাতুন রিয়া (১৯)। তিনি রাজশাহী নগরীর মোন্নাফের মোড় এলাকার সৈয়দ হুমায়ন কবীর ফিরোজের মেয়ে। মঙ্গলবার সকালে শ^শুরবাড়িতে তার ওপর পাশবিক নির্যাতন চালান হয়। রিয়ার মামা নজরুল ইসলাম জানান, চার বছর আগে তার ভাগ্নি রিয়ার বিয়ে দেয়া হয় গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি মহল্লার মাসুম হায়দারের ছেলে হোটেল ব্যবসায়ী রুমন হায়দারের সঙ্গে। বিয়ের সময় যৌতুক হিসেবে ৩ লাখ টাকা ও একটি মোটরসাইকেল দেয়া হয়। বিয়ের কিছুদিন পর থেকেই ফের যৌতুকের দাবি তোলে স্বামী রুমন হায়দার। এতে অস্বীকৃতি জানালে শুরু হয় মারধর। এরই মধ্যে তাদের ঘরে একটি শিশু কন্যার জন্ম হয়। শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করে রিয়া তার স্বামী ও শ^শুর বাড়ির লোকজনের নির্যাতন সহ্য করে আসছিলেন। এর মধ্যে স্বামী রুমন অন্য একজন মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি জেনে রিয়া বাধা দিলে তার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। সর্বশেষ মঙ্গলবার সকালে রিয়াকে আরও দুই লাখ টাকা যৌতুকের চাপ দেয় স্বামী রুমন হায়দার ও শ^শুর মাসুম হায়দার। এতে গৃহবধূ রিয়া যৌতুক দিতে পারবে না বলে জানালে এ নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে স্বামী ও শ^শুর বাড়ির লোকজন মিলে তাকে বেদম মারধর শুরু করে। এতে জ্ঞান হারিয়ে ফেলেন রিয়া। পরে এলাকার লোকজন জানতে পেরে রিয়ার বাবার বাড়িতে খবর দেন। খবর পেয়ে মামা নজরুল ইসলাম গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় রিয়াকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
×