ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাবিতে সেমিনারে বক্তারা

৭ মার্চের ভাষণ বাঙালীর মুক্তি অর্জনের সোপান

প্রকাশিত: ০৬:৩৭, ১৮ এপ্রিল ২০১৮

৭ মার্চের ভাষণ বাঙালীর মুক্তি অর্জনের সোপান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কলা অনুষদ মিলনায়তনে মঙ্গলবার এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেল-এর উদ্যোগে অনুষ্ঠিত এ সেমিনারে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্ব করেন। এতে ‘৭ই মার্চের ভাষণ ও একটি জাতি-রাষ্ট্র সৃষ্টি’ শিরোনামে মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। আলোচনায় প্রফেসর জায়দা শারমীন-এর পরিচালনায় অনুষ্ঠানে জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম ও অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ^াস অংশগ্রহণ করেন। প্রফেসর হারুন-অর-রশিদ তাঁর প্রবন্ধে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ কীভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি করে তা বিশদভাবে তুলে ধরেন। এতে ৭ মার্চের ভাষণের পটভূমি, ভাষণ সামনে রেখে পূর্বে বিদেশী পত্র-পত্রিকার প্রতিনিধিদের প্রেরিত ভাষ্য, ভাষণের কৌশলগত দিক ও তার গুরুত্ব, কেন এটি বিশে^র শ্রেষ্ঠ ভাষণ, ‘বিশ^-ঐতিহ্য সম্পদ’ হিসেবে ইউনেস্কো স্বীকৃতি ও তার ব্যাখ্যা ইত্যাদি উল্লেখ করেন তিনি। তিনি বলেন, একটি ভাষণে একটি জাতি-রাষ্ট্র সৃষ্টি বিশে^ নজিরবিহীন ঘটনা। তাও সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে। একমাত্র বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তা সৃষ্টি করেছে। ৭ মার্চের ভাষণের পথ ধরেই মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার ও মুক্তিযুদ্ধে বিজয় শেষে, বাংলাদেশ। তাই বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রত্যক্ষ সংগ্রামের মাধ্যমে বাঙালীর জাতীয় মুক্তি অর্জনের সোপান। -বিজ্ঞপ্তি।
×