ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মালয়েশিয়া প্রতিনিধি দলের সাক্ষাত

প্রকাশিত: ০৬:৩৬, ১৮ এপ্রিল ২০১৮

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মালয়েশিয়া প্রতিনিধি দলের সাক্ষাত

এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস (ইএমজিএস) ও ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, মালয়েশিয়া- এর ১১ সদস্যের এক প্রতিনিধি দল মঙ্গলবার বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান-এর সঙ্গে ইউজিসিতে সাক্ষাত করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হাজি মোহাম্মদ জাকি বিন জাকারিয়া, ডেপুটি চীফ এক্সিকিউটিভ অফিসার, ইএমজিএস ও সিনিয়র ডিরেক্টর, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (আইএসএমএস), মালয়েশিয়া। প্রফেসর আবদুল মান্নান প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং বলেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার নিবিড় সম্পর্ক রয়েছে। হাজি মোহাম্মদ জাকারিয়া মালয়েশিয়ার বিশ^বিদ্যালয় সমূহে বাংলাদেশ থেকে গুণগতমানসম্পন্ন শিক্ষার্থী ভর্তির ওপর গুরুত্বারোপ করেন। সভায় প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, সদস্য, ইউজিসি; আবদুর রেজ্জাক, পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, ড. শামসুল আরেফিন, অতিরিক্ত পরিচালক (জনসংযোগ), ড. মোঃ ফখরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (আইসিসি) ও মোঃ শাহীন সিরাজ, উপ-সচিব, ইউজিসি অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
×