ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডায়াগনস্টিক সেন্টার থেকে দু’ যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:৩৫, ১৮ এপ্রিল ২০১৮

ডায়াগনস্টিক সেন্টার থেকে দু’ যুবকের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৭ এপ্রিল ॥ আশুলিয়ায় একটি বেসরকারী ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষের ভেতর থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের জিরানী বাজার এলাকার ‘হাজী আনোয়ার মডার্ন ডাগায়নস্টিক এ্যান্ড ডর্ক্টস চেম্বার’ এর নিচতলার একটি কক্ষ থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলোÑ ময়মনসিংহের মুক্তাগাছা থানার কাঠভাওলা গ্রামের আলী হোসেনের ছেলে ফরহাদ হোসেন (১৯) ও অপরজন পার্শ্ববর্তী একটি কাঠের দোকানের কর্মচারী নাবিনুর (১৮)। তার পিতার নাম কুদ্দুস আলী। ফরহাদ ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, নেশা জাতীয় দ্রব্য সেবনে তাদের মৃত্যু হয়েছে। নিহত ফরহাদের পারিবারিক সূত্রে জানা গেছে, ফরহাদ প্রতিরাতে খাওয়া-দাওয়া করে ডায়াগস্টক সেন্টারে ঘুমাতে যায়। সকাল হলে বাসায় ফিরে আসে। কিন্তু এদিন বাসায় ফিরতে দেরি হলে ফরহাদের ছোট ভাই শরীফকে ডাকতে পাঠানো হয়। শরীফ অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় পরবর্তীতে ডায়াগনস্টিক সেন্টারের অন্যরা সেখানে ছুটে আসে। খবর পেয়ে পুতাদের মৃতাবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জাবেদ মাসুদ জানান, খবর পেয়ে ডাগায়নস্টিক সেন্টারের একটি কক্ষের দরজা ভেঙ্গে ওই দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
×