ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এপিজির কো-চেয়ার হলেন ডেপুটি গবর্নর রাজী হাসান

প্রকাশিত: ০৬:৩২, ১৮ এপ্রিল ২০১৮

এপিজির কো-চেয়ার হলেন ডেপুটি গবর্নর রাজী হাসান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর আবু হেনা মোহা. রাজী হাসানকে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিং (এপিজি) এর কো-চেয়ার হিসেবে মনোনীত করেছে সরকার। মঙ্গলবার বিএফআইইউ’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বর্তমান সরকারের অঙ্গীকার ও উদ্যোগের স্বীকৃতি স্বরূপ সংস্থাটির সদস্যরা সর্বসম্মতভাবে ২০১৮-২০ মেয়াদে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশকে এপিজি’র কো-চেয়ার হিসেবে দায়িত্ব অর্পণ করে। কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ শীর্ষক কর্মশালা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ ও উদ্যোগ উন্নয়নের অগ্রগতি বিষয়ে মঙ্গলবার যশোরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফের পেস প্রকল্পের আওতায় শহরতলীর রামনগর আরআরএফ টার্ক মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় যশোর, সাতক্ষীরা ও মেহেরপুর জেলার বিভিন্ন সংস্থার ৫০জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন। এতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর আট সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। এ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মি মার্ক ডি সুসা। উপস্থিত ছিলেন ইফাদের বাংলাদেশ ডেস্ক অফিসার মি ফিলিপ, পেস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক কৃষিবিদ শাহনাজ বেগম, আরআরএফের নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস প্রমুখ।
×