ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাগজের মূল্য না কমালে কঠোর কর্মসূচী

প্রকাশিত: ০৬:৩১, ১৮ এপ্রিল ২০১৮

কাগজের মূল্য না কমালে কঠোর কর্মসূচী

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগমী ৭ দিনের মধ্যে কাগজের মূল্য না কমালে কঠোর কর্মসূচী গ্রহণ করবে বলে জানিয়েছে বাংলাদেশ পেপার কোন এ্যান্ড টিউব ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন (বিপিসিটিএমএ)। সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন এ্যাসোসিয়েশনের সভাপতি সরকার মোঃ সালাউদ্দিন। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বে বৃহত্তম শিল্পের মধ্যে অন্যতম। বিশ্বের বুকে উল্লেখযোগ্য জায়গা দখল করতে সক্ষম হয়েছে এ শিল্প। পেপার কোন, পেপার টিউব, পেপার স্পুল, জুট স্পুল মূলত ব্যবহৃত হয়- স্পিনিং মিল, টেক্সাটাইল মিল, ডেনিস স্পিনিং, জুট মিল, রেকসিন ও টিস্যু পেপার ইন্ডাস্ট্রি ও পেপার মিলে। তাই তৈরি পোশাক শিল্পের উন্নয়নে এ শিল্পের গুরুত্ব অপরিসীম। তবে পেপার কোন এ্যান্ড টিউব শিল্পে ব্যবহৃত কাঁচামাল কাগজের (বোর্ড) অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে আমরা লোকসান গুনছি। গত কয়েক সপ্তাহে কাগজের মূল্য টনপ্রতি ৬ থেকে ১২ হাজার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই কাগজ লোকাল মিলে তৈরি হয়। সাধারণত কুড়ানো কাগজ এবং ওয়েস্ট পেপার থেকে এই বোড উৎপাদিত হয়ে থাকে। বাজারে টারবো কুলিং এসি অর্থনৈতিক রিপোর্টার ॥ চৈত্রের শেষ। আসছে বৈশাখ। পড়ছে অসহনীয় গরম। গরমে অতিষ্ঠ ক্রেতারা ঢুঁ মারছেন এসির দোকানে। কিন্তু সাধ থাকলেও চড়া দাম এবং অতিরিক্ত বিদ্যুত খরচের ভয়ে অনেকেই এসি কেনা নিয়ে দ্বিধায় পড়ছেন। এমন অবস্থায় দেশীয় ব্র্যান্ড মার্সেল বাজারে ছেড়েছে টারবু কুলিং এয়ারকন্ডিশনার। এনেছে সাশ্রয়ী মূল্যের ব্যাপক বিদ্যুত সাশ্রয়ী ইন্টেলিজেন্ট ইনর্ভাটার প্রযুক্তির এসি। যা সাধারণ এসির তুলনায় ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুত সাশ্রয়ী। মার্সেল এসির চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী ইসহাক রনি জানান, নতুন আসা এসিতে ব্যবহৃত হয়েছে ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তি। যা ব্যাপক বিদ্যুত সাশ্রয় করে। মার্সেল এসিতে আরও ব্যবহার করা হচ্ছে গোল্ডেন কালার ফিন প্রযুক্তি। যা নিশ্চিত করে এসির দীর্ঘস্থায়িত্ব। সংযোজন করা হয়েছে আয়নাইজার প্রযুক্তি।
×