ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাটপণ্যের ব্যবহার বাড়ছে

প্রকাশিত: ০৬:৩০, ১৮ এপ্রিল ২০১৮

পাটপণ্যের ব্যবহার বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেড়েছে পাটপণ্যের বহুবিধ ব্যবহার। শাড়ি থেকে শুরু করে পাট দিয়ে তৈরি হচ্ছে ঘর সাজানোর সৌখিন নানা পণ্য। তবে এখনও ঋণ সুবিধা না পাওয়া এবং নানাবিধ চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় উদ্যোক্তাদের। সম্ভাবনাময় এ পণ্যের মান বাড়াতে শীঘ্রই একটি ডিজাইন সাপোর্ট সেন্টার স্থাপনের আশ্বাস জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি)। এক সময় পাটের ব্যবহার ছিল ব্যাগ আর বস্তাতেই সীমাবদ্ধ। তবে দিন বদলের সঙ্গে সঙ্গে এর ব্যবহারেও এসেছে ভিন্নতা। জুতা-স্যান্ডেল থেকে শুরু করে কাপড়, বিছানার চাদর কি নেই পাট পণ্যের। রাজধানীর ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার প্রাঙ্গণ মেলায় দেখা মিলল বাহারি ডিজাইন আর দেশীয় ঐতিহ্যের নান্দনিক সব পাটপণ্য। ক্রেতাদের সরব উপস্থিতিই বলে দেয় সাধারণের মন কাড়তে শুরু করেছে পাটের নানাবিধ এসব পণ্য। তবে এখনও নানা সমস্যা মোকাবেলা করতে হয় এ খাতের উদ্যোক্তাদের। ঋণ সুবিধা পেলে বহুদূর এগিয়ে যাওয়া সম্ভব বলে জানান তারা। সমস্যা সমাধানে কাজ করার কথা জানালেন জেডিপিসির ব্যবস্থাপক। জানান শীঘ্রই স্থাপন করা হবে একটি ডিজাইন সাপোর্ট সেন্টার। পরিসংখ্যানে দেখা যায়, দেশে উৎপাদিত পাট থেকে ২৩২ ধরনের পণ্য তৈরি হয়। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক ব্যবস্থাপনা করা গেলে বাংলাদেশের পাটপণ্য বাজিমাত করতে পারে বিশ্ববাজারে।
×