ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কর্ণফুলি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:২৮, ১৮ এপ্রিল ২০১৮

কর্ণফুলি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কর্ণফুলি ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করছে প্রতিষ্ঠানটি। বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ০৬ পয়সা। আগামী ২৭ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে। দুই কোম্পানির পর্ষদ সভা ২১ এপ্রিল অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার বাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পর্ষদ সভা আগামী ২১ এপ্রিল। এ দিন ভিন্ন ভিন্ন সময়ে ও স্থানে এসব পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামী ২১ এপ্রিল সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। উল্লেখ্য, কোম্পানিটি ১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×