ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-আবে বৈঠকে বাণিজ্য ও উত্তর কোরিয়া নিয়ে আলোচনা

প্রকাশিত: ০৬:২৭, ১৮ এপ্রিল ২০১৮

ট্রাম্প-আবে বৈঠকে বাণিজ্য ও উত্তর কোরিয়া নিয়ে আলোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মার-এ-লাগো অবকাশ কেন্দ্রে মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে স্বাগত জানান। ট্রাম্পের এই পাম বিচে জাপানের প্রধানমন্ত্রীর এটি দ্বিতীয় সফর। খবর এএফপির। দুই নেতার মধ্যে এই বৈঠকে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুগুলোই প্রাধান্য পাবে। মঙ্গল ও বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। আবের সঙ্গে কোন ধরনের আলোচনা না করেই উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মে অথবা জুন মাসে ট্রাম্পের বৈঠকের সিদ্ধান্তটি নেয়া হয়। আরও গুরুতর বিষয়, একজন দক্ষিণ কোরীয় কর্মকর্তা এ বৈঠকের ঘোষণা দেন। এরপর থেকেই জাপানের কর্মকর্তারা চীনকে নিয়ে উদ্বেগ ও মিত্র দেশ দক্ষিণ কোরিয়াকে নিয়ে অস্বস্তিতে রয়েছে। কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের অস্থায়ী কার্যালয়ে বিস্ফোরণ নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের অস্থায়ী একটি কার্যালয়ে ছোট একটি বিস্ফোরণ ঘটেছে। কাঠমান্ডুর বিরাটনগরে স্থাপিত ওই অস্থায়ী কার্যালয়ের এ ঘটনায় কেউ আঘাত পাননি বলে জানিয়েছেন কর্মকর্তারা, খবর এনডিটিভির। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটেছে বলে জানা গেছে। এতে অস্থায়ী কার্যালয়টির কম্পাউন্ডের দেয়ালে একটি গর্ত তৈরি হয়েছে। ২০১৫ সালে নেপালে ও ভারতের বিহার রাজ্যের উত্তরাঞ্চলে বন্যার সময় অস্থায়ী এ কার্যালয়টি স্থাপন করেছিল ভারত। তারপর থেকেই এ কার্যালয়টি চালু আছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের সময় কার্যালয়টিতে কেউ ছিলেন না। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে নেপালের পুলিশ। গজনিতে সংঘর্ষে ১৬ জঙ্গী নিহত আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের মুকার এলাকায় নিরাপত্তা বাহিনী ও তালেবান জঙ্গীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৬ জঙ্গী নিহত ও ১৩ জন আহত হয়েছে। মঙ্গলবার প্রাদেশিক পুলিশ প্রধান মোহম্মদ জামান খোস্তি একথা জানিয়েছেন। খবর সিনহুয়ার। ওই কর্মকর্তা জানান, সোমবার সন্ধ্যায় মুকার এলাকায় আলি খিল এলাকায় পুলিশের একটি টহল দলের ওপর তালেবান জঙ্গীদের অতর্কিতে হামলা চালালে উভয়পক্ষে মধ্যে এ সংঘর্ষ ঘটে। কয়েকঘণ্টা বন্দুকযুদ্ধের পর জঙ্গীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে ১৬ জঙ্গীর লাশ পাওয়া গেছে। এই ঘটনা সম্পর্কে তালেবান জঙ্গীদের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
×