ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ বিজ্ঞানীদের সাফল্য

প্লাস্টিক দ্রবীভূত করতে সক্ষম এনজাইম আবিষ্কার

প্রকাশিত: ০৬:২৪, ১৮ এপ্রিল ২০১৮

প্লাস্টিক দ্রবীভূত করতে সক্ষম এনজাইম আবিষ্কার

ব্রিটিশ বিজ্ঞানীরা এমন এক ধরনের এনজাইম তৈরি হওয়ার পদ্ধতি উদ্ভাবন করেছেন যা পরিবেশ দূষণকারী প্লাস্টিককে দ্রবীভূত হতে সহায়তা করবে। এনজাইম এক ধরনের ক্ষুদ্র অণুজীব যা রাসায়নিক প্রক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করে থাকে। বর্তমানে বোতল ও বোতলে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি বিভিন্ন পরিবেশের ব্যাপক ক্ষতি করছে। এগুলো সহজে মাটির সঙ্গে মিশে যায় না। বিবিসি। রূপান্তরিত এনজাইমের নাম (পিইটি) পেটাসে। এটি অল্প কয়েকদিনের মধ্যেই প্লাস্টিকের উপাদান ভেঙ্গে ক্ষুদ্র ক্ষণিকায় বিভক্ত করে দিতে পারবে। এর ফলে রিসাইকেল প্রক্রিয়ায় বিপ্লব ঘটতে পারে। যুক্তরাজ্যে সাধারণ ভোক্তারা প্রতিবছর ১৩ বিলিয়ন প্লাস্টিকের বোতল ব্যবহার করে থাকে। এর মধ্যে ৩ বিলিয়নের বেশি বোতল রিসাইকেল করা হয় না। এনজাইমটি প্রাথমিকভাবে জাপানে আবিষ্কৃত হয়েছিল। এমন এক ধরনের ব্যাক্টেরিয়া থেকে এনজাইমটি পাওয়া যায়। এর বৈশিষ্ট্য এই এনজাইম প্লাস্টিক খেয়ে ফেলে। প্লাস্টিককে তারা নিজেদের শক্তির প্রধান উৎস হিসেবে ব্যবহার করে। ২০১৬ সালে গবেষকরা এ বিষয়ে তাদের প্রতিবেদনে বলেছিলেন, তারা জাপানের সাকাই শহরের একটি রিসাইকেল সাইটে এমন ধরনের জীবন্ত উপকরণ খুঁজে পেয়েছেন যা প্লাস্টিক নিঃশেষ করে দেয়। উপাদানটি (পিইটি) ৫০ বছর ধরেই প্রচুর পরিমাণে আছে। যুক্তরাজ্যের ইউনিভর্সিটি অব পোর্টসমাউথের গবেষক জন ম্যাকগিহান বলছেন, এটি খুব বেশি দীর্ঘ সময় নয়। এ থেকে বোঝা যায় এসব ব্যাক্টেরিয়ার প্লাস্টিক দ্রবীভূত করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। এগুলো স্বাভাবিক নিয়মেই প্রকৃতিতে। জন্মে। এটি গাছপালার পাতা রক্ষা করে থাকে।’ তিনি বলছেন, স্বাভাবিকভাবে অন্যসব ব্যাক্টেরিয়ার প্লাস্টিককে দ্রবীভূত করতে হাজার বছর লেগে যায়। তাই পিইটির আবিষ্কার তাদের জন্য একটি অপ্রত্যাশিত ঘটনা। এখন ওই ব্যাক্টেরিয়া থেকে পেটাসি এনজাইম তৈরির বিশদ প্রক্রিয়া নিয়ে তারা গবেষণা করছেন। হাই ডেফিনেশন থ্রিডি, শক্তিশালী এক্সরে ও হিরার বিমলাইন ব্যবহার করে অক্সফোর্ডশায়ারে বিজ্ঞানীরা পেটাসে তৈরির সহজ নিয়ম উদ্ভাবনের জন্য গবেষণা অব্যাহত রেখেছেন। এর গঠন সম্পর্কে নিশ্চিত হযা গেলে ভূপৃষ্ঠে পাওয়া উপকরণের সহায়তায় তারা বাকি কাজ সম্পন্ন করবেন। প্রাকৃতিকভাবে এনজাইম প্লাস্টিক দ্রবীভূত করার জন্য যথেষ্ট নয়। তাই এগুলোর রূপান্তর ঘটানো প্রয়োজন। জন ম্যাকগিহান বিবিসি নিউজকে বলছেন, ‘আমরা যার খোঁজ পেয়েছি তা আমাদের অভিভূত করেছে। গবেষণার মাধ্যমে আরও ভাল এনজাইম তৈরি করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।’
×