ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্যুরিজম ফেয়ার বৃহৎ পরিসরে শুরু হচ্ছে কাল

প্রকাশিত: ০৬:০৫, ১৮ এপ্রিল ২০১৮

ট্যুরিজম ফেয়ার বৃহৎ পরিসরে শুরু হচ্ছে কাল

স্টাফ রিপোর্টার ॥ টোয়াব আয়োজিত দেশের বৃহত্তম পর্যটন মেলা বিমান বাংলাদেশ ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০১৮ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) অনুষ্ঠিত হবে ৮ম বারের মত এই মেলা। এটি এবার আরও বৃহৎ পরিসরে আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেলায় ১০টি প্যাভিলিয়ন, ১৮টি মিনি প্যাভিলিয়নসহ ১৬০টি স্টল থাকবে। তিন দিনের এই মেলায় দেশের ও বিদেশের প্রতিষ্ঠিত অনেক পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর, ট্র্যাভেল এজেন্ট, টুরিজম অথরিটি ও বিমান সংস্থা অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দেশসমূহ হলো- ভুটান, নেপাল, থাইল্যান্ড, দুবাই, চীন, কম্বোডিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ভিয়েতনাম, ভারতের বিভিন্ন রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কাশ্মীর ও ত্রিপুরা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। উল্লেখ্য, নেপাল ট্যুরিজম বোর্ড, নেপাল এসোসিয়েশন অব ট্যুর এ্যান্ড ট্রাভেল এজেন্টস (নাটা), ট্যুরিজম অথরিটি অব থাইল্যান্ড, ভারতের পর্যটন মন্ত্রণালয় অংশগ্রহণ নিশ্চিত করেছে। এই প্রথম ১৩টি দেশের প্রায় ৫০ জন বিদেশী প্রদর্শক এ মেলায় আসছেন। মেলা উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জনাব একেএম শাজাহান কামাল। এ বারের মেলায় থাকছে মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের জাদুঘর ও বাংলাদেশের প্রতœতাত্ত্বিক বিষয়ে গোল টেবিল আলোচনা এবং এডভেঞ্চার ট্যুরিজম-এর উপর একটি উপস্থাপনা থাকবে। এছাড়াও দর্শনার্থীদের জন্য ২০ তারিখ বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশীয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীলংকা ডান্স ট্রুপের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো বিদেশী সংস্থাসমূহ এবং বাংলাদেশের পর্যটন ব্যবসায়ীরা একটি বিশেষ সেশনে অংশ নেবে। এবছর মেলার টাইটেল স্পন্সর দেশের একমাত্র রাষ্ট্রীয় ক্যারিয়ার বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। মেলা উপলক্ষে দেশী-বিদেশী পর্যটকদের উৎসাহিত করতে এবং ভ্রমণপিপাসুদের জন্য ঢাকা থেকে ব্যাংকক, সিঙ্গাপুর, ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কলকাতা ও কাঠমান্ডু রুটে ইকোনমি ক্লাসে বিমান ২০ শতাংশ ছাড় দেবে।
×