ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভুয়া ভিসা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ০৬:০৪, ১৮ এপ্রিল ২০১৮

ভুয়া ভিসা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার ॥ ইউরোপের (সেনজেন) ভুয়া ভিসা তৈরির বিপুল পরিমাণ সঞ্জামসহ প্রতারক চক্রের চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ জিয়াউল হক জুয়েল, মোঃ জাকারিয়া মাহামুদ, মোঃ মাহবুবুর রহমান ও মোঃ মামুন হোসেন। এ সময় তাদের কাছ থেকে ১৪টি জাল সেনজেন ভিসাযুক্ত বাংলাদেশী পাসপোর্ট, ব্যাংকের জাল হিসাব বিবরণী এবং ভিসা প্রস্তুতের বিপুল পরিমাণ স্টিকার পেপার, সাইপ্রাসে পাঠানোর জন্য জাল আমন্ত্রণপত্র, ব্যাংক গ্যারান্টি, জাল নথি প্রস্তুতের জন্য কম্পিউটার, মনিটর, স্ক্যানার ও প্রিন্টারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে ডিবির যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন এ তথ্য জানান।
×