ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরের আমজাদ মোল্লাসহ ৫ রাজাকারের বিরুদ্ধে ফরমাল চার্জ ২৪ জুন

প্রকাশিত: ০৬:০৪, ১৮ এপ্রিল ২০১৮

যশোরের আমজাদ মোল্লাসহ ৫ রাজাকারের বিরুদ্ধে ফরমাল চার্জ ২৪ জুন

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের আমজাদ হোসেন মোল্লাসহ (৭৭) পাঁচ রাজাকারের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের জন্য ২৪ জুন দিন নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক ম-লসহ চার রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের তৃতীয় সাক্ষী জহিরুল হক জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দীতে সাক্ষী বলেন, আসামি খালেক মণ্ডলের নির্দেশে আমার ভাই সিরাজুল ইসলাম ও আফতাব উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। জবানবন্দী শেষে আসামিপক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করেন। এ মামলার পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে ১৫ মে। বিচারপতি আমির হোসেনের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এ আদেশ প্রদান করেছেন। এ সময় প্রসিকিউশনপক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। যশোরের ৫ রাজাকার ॥ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের আমজাদ হোসেন মোল্লাসহ (৭৭) পাঁচ রাজাকারের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের জন্য ২৪ জুন দিন নির্ধারণ করা হয়েছে। প্রসিকিউশনের ৩ মাসের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ঐ আদেশ প্রদান করেছে। এর আগে তদন্ত সংস্থা সোমবার ৫ রাজাকরের বিরদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে।
×