ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অল্পের জন্য রক্ষা...

প্রকাশিত: ০৫:৫৫, ১৮ এপ্রিল ২০১৮

অল্পের জন্য রক্ষা...

আকাশে ওড়ার সময় অল্পের জন্য ড্রোনের সঙ্গে সংঘর্ষ এড়িয়েছে একটি বিমান। আর এতে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা থেকে রক্ষা পান ওই বিমানের যাত্রীরা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে। এয়ারবাস এ-৩১৯’র সঙ্গে একটি ড্রোনের সংঘর্ষ বাঁধতে গিয়েও শেষে হয়নি। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের এয়ারপ্রক্স বোর্ড। এই ঘটনাকে সবচেয়ে বেশি ঝুঁকির রেটিং দিয়েছে তারা। প্রতিবেদনে বলা হয়, ‘ঘটনার সময় ৪৮০০ ফুট উঁচুতে ছিল এয়ারবাস। এ সময় সাদা রংয়ের একটি ‘মাঝারি আকারের’ ড্রোন এর পাশ দিয়ে চলে যায়, ধারণা করা হচ্ছে, বিমান ও ড্রোনের মধ্যে দূরত্ব ছিল ২০ ফুট।’ বোর্ড জানায়, জরুরী কোন পদক্ষেপ নেয়ার মতো সময় ছিল না পাইলটের। বিমানটি কোন এয়ারলাইনের ছিল তা শনাক্ত করতে পারেনি তারা। শুধু বলা হয়েছে, এটি একটি বাণিজ্যিক বিমান ছিল। আর এতে মোট যাত্রী ছিল ১৬০ জন। কোন অঞ্চলে বৈধভাবে ড্রোন ওড়ানো যাবে সে বিষয়ে স্পষ্ট নীতিমালা রয়েছে যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটির। নীতিমালা অনুসারে, ‘ড্রোন সব সময় চালকের দৃষ্টিসীমার মধ্যে থাকতে হবে, যাতে আপনি নিশ্চিত করতে পারেন এটি কোন কিছুর সঙ্গে সংঘর্ষে না, বিশেষ করে বিমানের সঙ্গে।’ দেশটিতে এমন নীতিমালাও রয়েছে যে সাত কেজির বেশি ওজনের ড্রোন ৪০০ ফুটের ওপরে উড়তে পারবে না। এয়ারলাইন ক্যাপ্টেন ক্রিস ম্যানো জানান, ড্রোন ‘বার্ড স্ট্রাইকের’ চেয়ে বেশি বিপজ্জনক নয়। -সিনেট
×