ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন বছর পর প্রধান আসামি মারুফ হোসেন গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৫, ১৮ এপ্রিল ২০১৮

তিন বছর পর প্রধান আসামি মারুফ হোসেন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ প্রায় তিন বছর পর রাজধানী উত্তরার কিশোর অনিক হত্যার প্রধান আসামি মারুফ হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আবদুল বাতেন এ তথ্য জানান। তিনি জানান, রবিবার রাতে উত্তরা এলাকা থেকে আলোচিত এ হত্যাকাণ্ডের প্রধান আসামি মারুফকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারুফ জানান, ঘটনার সময়ে নিজ হাতে ধারালো ’সুইচ গিয়ার ছুরি’ দিয়ে ভিকটিম অনিককে হত্যা করেছে। উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ মে বিকেলে রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টরের ২৫ নম্বর রোডে উঠতি বখাটেদের দ্বারা হত্যার শিকার হয় অনিক নামে এক কিশোর। ওই এলাকায় পাওয়ার গ্রুপের সজিব ও আকাশের নেতৃত্বে ৯ নম্বর সেক্টরের অপু নামের অপর এক কিশোরকে মারধরের জেরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ৭ নম্বর সেক্টরের জেরিন রোডে গ্রেফতারকৃত মারুফ তার সহযোগীদের নিয়ে অনিককে ধারালো ’সুইচ গিয়ার’ ছুরি দিয়ে বুকের নিচে ডান পাশে ছুরিকাঘাত করে হত্যা করে।
×