ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজীবের পর এবার ট্রাকের ধাক্কায় হাত গেল হৃদয়ের

প্রকাশিত: ০৫:৫৪, ১৮ এপ্রিল ২০১৮

রাজীবের পর এবার ট্রাকের ধাক্কায় হাত গেল হৃদয়ের

স্টাফ রিপোর্টার ॥ রাজীবের পর এবার গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় হাত বিচ্ছিন্ন হয়ে গেছে হৃদয় শেখ নামের এক যুবক বাসযাত্রীর। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদয় প্রাথমিকভাবে আশঙ্কামুক্ত। তার কেটে পড়া হাতের অপারেশন চলছে। রাজীবের মতো মাথায় আঘাত পাওয়ার কোন লক্ষণ প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়েনি। ঘটনার পাঁচ ঘণ্টার মধ্যে পালিয়ে যাওয়া ঘাতক ট্রাকটিসহ চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। গোপালগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জনকণ্ঠকে বলেন, গোপালগঞ্জের দিকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক ওভারটেকিং করার সময় ঘটনাটি ঘটে। ট্রাকের ঘষায় হৃদয়ের বাম হাত পুরোটা বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। অর্থাৎ কাঁধের কাছ থেকে পুরো হাতটি বিচ্ছিন্ন হয়ে তা বাসের সঙ্গে ঝুলে ছিল। আহত হৃদয় শেখের (৩০) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রবিউল শেখের ছেলে। হৃদয়কে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদয় টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসে ছিল। ঘাতক ট্রাকটি একটি ব্যাটারিচালিত ইজিবাইককে ওভারটের করার সময় ঘটনাটি ঘটে। হৃদয়ের হাতটি জানালার পাশে বের করা ছিল। ঘটনার পর পরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। সন্ধ্যা সাতটার দিকে খুলনার কাঁটাখালী থেকে ট্রাকটিকে চালকসহ আটক করা হয়। চালকসহ ট্রাকটি গোপালগঞ্জ থানায় আনা হচ্ছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ডাঃ শামসুজ্জামান জনকণ্ঠকে বলেন, হৃদয়কে তারা গভীর পর্যবেক্ষণে রেখেছেন। তার হাতের অপারেশন চলছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে হৃদয় রাজীবের মতো মাথায় আঘাত পেয়েছে কিনা তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এজন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরের সার্বিক অবস্থা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। তবে হৃদয় প্রাথমিকভাবে আশঙ্কামুক্ত।
×