ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকি এজেন্টরা এখনও তৎপর ॥ আমু

প্রকাশিত: ০৫:৫৪, ১৮ এপ্রিল ২০১৮

পাকি এজেন্টরা এখনও তৎপর ॥ আমু

সংবাদদাতা, মেহেরপুর, ১৭ এপ্রিল ॥ বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পাকিস্তানী এজেন্টরা এখনও তৎপর রয়েছে। তাদের সমস্ত ষড়যন্ত্র রুখে দিয়ে বিশে^র উন্নত দেশে যেভাবে নির্বাচন হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন সেভাবেই হবে। অপরদিকে বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খেলা হবে মাঠে। রেফারির ভূমিকা পালন করবে নির্বাচন কমিশনার। একই মঞ্চে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ বলেন, বিএনপি-জামায়তকে রুখে দিয়ে বাংলাদেশকে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করাই হোক মুজিবনগর দিবসের শপথ। মঙ্গলবার দুপুরে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে মুজিবনগর দিবসের আলোচনায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। পৌনে এগারটার দিকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ মুজিবনগর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় আনসার সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। ঐতিহাসিক এই দিবসের অনুষ্ঠান সফল করতে মেহেরপুর জেলা ছাড়াও পাশর্^বর্তী জেলা থেকে আসা বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। সরকার গঠন ও শপথের মধ্য দিয়ে বাংলার মুক্তিকামী মানুষ স্বাধীনতা যুদ্ধে এক নতুন মোড় পায়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয় অর্জিত হয়। স্বাধীনতার পর থেকেই ১৭ এপ্রিল মুজিবনগর আম্রকাননে মুজিবনগর দিবস পালিত হয়ে আসছে।
×