ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত

প্রকাশিত: ০৫:৫৩, ১৮ এপ্রিল ২০১৮

ধামরাইয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৭ এপ্রিল ॥ ধামরাইয়ে র‌্যাব-২ এর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছে র‌্যাবের ২ সদস্য ও ৩ ডাকাত। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ধামরাই থানাধীন কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলী বলেন, তাদের কাছে তথ্য ছিল যে, এদিন বিকেলে কেলিয়ার একটি রাস্তা দিয়ে একটি বেসরকারী সাহায্য সংস্থার (এনজিও) টাকাসহ একটি গাড়ি যাবে। ওই টাকাসহ গাড়িটি আটক করতে পারে ডাকাতরা। এ সময় র‌্যাব-২ এর একটি টহল দল ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কেলিয়া এলাকায় একটি রাস্তার মধ্যে দেখতে পান যে ৩টি মোটরসাইকেলে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। এ সময় র‌্যাব সদস্যরা গাড়ি থেকে নামলে কোন কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও তখন পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই ডাকাত দলের ৩ সদস্য নিহত হয়। এ সময় র‌্যাবের ২ সদস্য ও ডাকাত দলের আরও ৩ সদস্য আহত হয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশসহ আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থল থেকে ৩টি বিদেশী পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আহত র‌্যাব ও ডাকাতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ডাকাতদের পরিচয় পাওয়া যায়নি।
×