ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

প্রকাশিত: ০৫:৫৩, ১৮ এপ্রিল ২০১৮

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৭টায় আওয়ামী লীগের পক্ষ থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা ৭ মার্চ ও ১৭ এপ্রিলের মতো মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়গুলো স্বীকার করে না তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। এর আগে সকাল সাড়ে ছয়টায় দলের কেন্দ্রীয় কার্যালয় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন ও সারাদেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বেলা তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির ওপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে পৃথক কর্মসূচী পালন করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে দলের পক্ষ থেকে আওয়ামী লীগ নেতারা জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নামক দলটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়। শুধু নির্বাচন এলে জনগণের সামনে নির্বাচনী ইশতেহারে মুক্তিযুদ্ধ ব্যবহার করে উল্লেখ করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, মোজাফফর হোসেন পল্টু, সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, একেএম এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুস সবুর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন। এরপর একে একে ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি, নির্বাচনের আগে দলীয় কোন্দল মেটানো, সদস্য সংগ্রহ, পোলিং এজেন্ট নিয়োগ ও ঢাকা মহানগর কেন্দ্রীয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ছোট ছোট সমস্যা ঘরে বসে সমাধান করে ফেলুন। ঝগড়াঝাটিতে সমাধান হবে না। এ জন্য সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। তার মধ্যে এই মীমাংসা করতে হবে। ছোট খাটো বিভেদ নির্বাচনের সময় বড় ধরনের মনোমালিন্য তৈরি করে। তিনি বলেন, ছয়মাস পরে মনোনয়ন প্রত্যাশিদের নিয়ে জরিপ করা হচ্ছে। জরিপে যাদের নাম আসবে সংসদ নির্বাচনে তারাই মনোনয়ন পাবে। বিএসএমএমইউ ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপিত হয়েছে। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের দিন ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ সাহানা আকতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ শামসুন নাহার, এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ লায়লা আঞ্জুমান বানু, গ্রন্থাগারিক ও পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামান খান, অধ্যাপক ডাঃ হারিসুল হক, সহযোগী অধ্যাপক ডাঃ জিল্লুর রহমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ডাঃ বিজয় কুমার পাল, সহযোগী অধ্যাপক ডাঃ আলী ইমরান, সহযোগী অধ্যাপক ডাঃ কে এম তরিকুল ইসলাম প্রমুখসহ এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অফিস প্রধানগণ, পরিচালকৃবন্দ, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর ম্যুরালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।-বিজ্ঞপ্তি।
×