ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ড. মোশাররফের নেতৃত্বে ইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি

প্রকাশিত: ০৮:১৬, ১৭ এপ্রিল ২০১৮

ড. মোশাররফের নেতৃত্বে ইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ও স্থানীয় নির্বাচন বিষয়ে বিএনপির অবস্থান জানাতে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে বিএনপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন ভবনে এ বৈঠক হবে। বিএনপি চেয়ারপার্সনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। প্রতিনিধি দলে আরও থাকছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি হিসেবে সোমবার চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় গুলশানে জ্যেষ্ঠ নেতারা এক বৈঠক করেন। সন্ধ্যায় অনুষ্ঠিত এ বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক সচিব আবদুর রশিদ এবং খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন। জানা গেছে, আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করা হবে বিএনপির পক্ষ থেকে। এর বাইরে আগামী জাতীয় নির্বাচনেও একই দাবি বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
×