ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পূর্বশত্রুতার জেরে পরীক্ষার্থীকে মারপিট

প্রকাশিত: ০৭:১৬, ১৭ এপ্রিল ২০১৮

পূর্বশত্রুতার জেরে পরীক্ষার্থীকে মারপিট

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় সোমবার সকালে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় রাকিব হোসাইন (১৭) নামের এক পরীক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে। তার প্রবেশপত্রও ছিড়ে টুকরো টুকরো করা হয়েছে। পানি নিষ্কাশনের পাইপের মুখ বন্ধ করতে বাধা দেয়ায় প্রতিবেশীরা পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালিয়েছে। পরে আহত রাকিবকে পুলিশ উদ্ধার করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে। উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তার চিৎকারে মা পারুল বেগম, বড় ভাই সাইফুল ইসলাম ও বোন মাসুমা আক্তার এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতাবস্থায় পরীক্ষা শেষ করার পর দুপুরে রাকিবকেও হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগে জানা যায়, পশ্চিম বানিয়াখালী গ্রামের নাছির উদ্দিন মুন্সীর ছেলে রাকিব হোসাইন সকাল সাড়ে ৯টার দিকে এইচএসসি পরীক্ষা দেয়ার জন্য বাড়ি থেকে বের হন। তখন প্রতিবেশী কামরুল ইসলাম, রাজ্জাক হাওলাদার, ইব্রাহীম হাওলাদার, বায়েজিদ হাওলাদারসহ ৭-৮ জন তাদের বাড়ির সামনে রাস্তার নিচে বসানো পানি নিষ্কাশনের পাইপের মুখ বন্ধ করা ও বাড়ির সীমানার বেড়া ভাঙতে দেখে রাকিব তাতে বাধা দেন।
×