ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিনামূল্যের বই বাজারে ॥ মাদ্রাসা সুপার আটক

প্রকাশিত: ০৭:১৬, ১৭ এপ্রিল ২০১৮

বিনামূল্যের বই বাজারে ॥ মাদ্রাসা সুপার আটক

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৬ এপ্রিল ॥ স্বরূপকাঠিতে সরকারের দেয়া বই বিক্রির অভিযোগে ব্যাসকাঠি-পাটিকেলবাড়ী নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় পাটিকেলবাড়ী পুশি ফাঁড়ির সন্নিকটে পুলিশ ১ হাজার ৭২০ পিস বই আটক করে। এ সময় বই ক্রেতা মাদারীপুরের (পুরানো কাগজ ক্রেতা) ফরিদ বেপারীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান ব্যাসকাঠি-পাটিকেলবাড়ী নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলামের কাছ থেকে বইগুলো কিনেছেন। রানীনগরে মুক্তিযোদ্ধা পরিবারকে হত্যার হুমকি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ এপ্রিল ॥ সোমবার সকাল সাড়ে ৭ টায় রানীনগর উপজেলার হরিপুর গ্রামের কমল চন্দ্র মোহন্ত নামে এক মুক্তিযোদ্ধার পরিবারে সন্ত্রাসী কায়দায় চড়াও হয়ে হত্যার হুমকি দিয়েছে প্রতিবেশী স্বপন কুমার মোহন্ত গং। ঘটনায় রানীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, ওই গ্রামের মুক্তিযোদ্ধা কমল চন্দ্র মোহন্তকে দীর্ঘদিন ধরে প্রতিবেশী স্বপন গং মারপিটসহ নানাভাবে অত্যাচার করলে মামলা দায়ের হয়। সেই মামলায় তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ওই মামলার আসামি স্বপন দীর্ঘদিন পালিয়ে থাকার পর সম্প্রতি দেশে ফিরে আদালত থেকে জামিন নিয়েছে। জামিনে এসে সোমবার সকালে স্বপন তার লোকজন নিয়ে ফের মুক্তিযোদ্ধা কমলের বাড়িতে চড়াও হয়ে মারপিটসহ হত্যার হুমকি দেয়। বেলকুচিতে শিক্ষা উপকরণ বিতরণ সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৬ এপ্রিল ॥ বেলকুচিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বেলকুচি শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ব্যাংক কার্যালয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র ব্যাংকের এভিপি ও শাখা প্রধান মোঃ হাসানুজ্জামান। বক্তব্য শেষে ১৪২ মেধাবী সন্তানের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
×