ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রংপুরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত দুই

প্রকাশিত: ০৭:১৫, ১৭ এপ্রিল ২০১৮

রংপুরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৬ এপ্রিল ॥ মিঠাপুকুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবলীগ নেতাসহ দু’জন নিহত হয়েছেন। সোমবার সকালে রংপুর-মিঠাপুকুর সড়কে উপজেলার চেংমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি দিনাজপুর জেলা সদরের বড়াইপুর গ্রামের ইউনুছ হাজীর ছেলে মোস্তাফিজার রহমান (৪৫) এবং মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের গিলাঝুঁঁকি গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে আলেপ উদ্দিন (৬৫)। তিনি ফকিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক নৈশপ্রহরী। জানা গেছে, দিনাজপুর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজার রহমান উপজেলার ছড়ান এলাকায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রী-সন্তান নিয়ে প্রাইভেটকার চালিয়ে রংপুরে যাচ্ছিলেন। পথে চেংমারী ইউনিয়নের ফকিরের হাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আলেফ উদ্দিনকে (৬০) চাপা দিলে ঘটনাস্থলে আলেপ উদ্দিন নিহত হয়। এরপর কারটি সড়কের পাশে মুক্তিযোদ্ধা আবদুর জব্বারের বাড়িতে ঢুকে গেলে কারে আগুন ধরে যায়। মোস্তাফিজার রহমান কারের ভেতরে আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যায়। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মোস্তাফিজারের স্ত্রী-সন্তানকে উদ্ধার করে। সিলেটে মোটরসাইকেল আরোহী স্টাফ রিপোর্টার সিলেট অফিস জানান, বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। নিহত ফিরোজ আলী (৩৮) উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাঝগাঁও গ্রামের মাহমদ আলীর পুত্র। সোমবার সকাল ১০টায় উপজেলার বিশ্বনাথ-রামপাশা সড়কের নরশিমপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, নিহত ফিরোজ আলী সোমবার সকাল ১০টায় তার বন্ধু উপজেলার সিংগেরকাছ শেখেরগাঁও গ্রামের মদরিছ আলীর পুত্র আব্দুল গণির মোটরসাইকেল যোগে বিশ্বনাথ উপজেলা সদরে যাওয়ার পথে বিশ্বনাথ-রামপাশা সড়কের নরশিমপুর নামক স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। টাঙ্গাইলে ট্রাক চালক নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, কালিহাতীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছে। এ ঘটনায় ৮ জন আহত হয়। সোমবার সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাকচালক আইয়ুব হোসেন (৩২) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভোগদহ গ্রামের তজিবুর রহমানের ছেলে। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হয়। নলছিটিতে ট্রলি চালক নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, নলছিটিতে সিমেন্ট ভর্তি ট্রলি উল্টে চালক নিহত হয়েছে। রবিবার রাত ৯টার দিকে নলছিটি-মোল্লারহাট সড়কের শেরেবাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক আলিম হাওলাদার (২২) রাজাপুর উপজেলার কাঠিপাড়া গ্রামের মকবুল হাওলাদারের ছেলে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে একটি ট্রলিতে করে ১২০ বস্তা সিমেন্ট নিয়ে চালক আলিম হাওলাদার নলছিটির মোল্লারহাট যাচ্ছিল। শেরেবাংলা বাজার এলাকায় গেলে ট্রলির সামনের চাকা খুলে উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রলি চালক আলিম নিহত হয়। নাটোরে মোটরসাইকেল আরোহী নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, বড়াইগ্রামে দ্রুতগামী ট্রাকের চাপায় মন্তাজ আলী (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকাপুর চেয়ারম্যানের মোড় এলাকায় বনপাড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মন্তাজ আলী বনপাড়া পৌর শহরের সর্দারপাড়া মহল্লার মৃত শহীদুল পাটোয়ারীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বনপাড়া-নাটোর মহাসড়কে সকালে একটি ব্যাটারি চালিত অটোরিক্সাকে (ইজিবাইক) সাইড দিতে গিয়ে নাটোর থেকে বনপাড়াগামী একটি অজ্ঞাত ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মন্তাজ আলীর মৃত্যু হয়। আড়াইহাজারে আহত ৪০ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজারে শ্রমিক বহনকারী দুটি বাসের সংঘর্ষের ঘটনায় ৪০ শ্রমিক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন লতবদী মোড়ে। পুলিশ জানায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন লতবদী মোড়ে ফকির ফ্যাশন লিমিটেডের দুটি শ্রমিক বহনকারী বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে একটি বাস সড়ক থেকে ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং অপর বাসটি উল্টে যায়। ওই সময় আহত যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজ চালায়। এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কমপক্ষে ৪০ শ্রমিক আহত হয়েছে। মাগুরায় বাইসাইকেল আরোহী নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, মাগুরা পৌরএলাকার ছোটব্রিজ রবিবার সন্ধ্যায় এলাকায় সড়ক দুর্ঘটনায় সমশের মোল্লা (৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা পৌর এলাকার ছোটব্রিজ এলাকায় নিহত সমশের মোল্লা বাইসাইকেলে করে মাগুরা শহর থেকে বাড়ি যাওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কিছু সময় পর তার মৃত্যু।
×