ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিকলীতে বস্তার ভেতর এনজিও কর্মকর্তার লাশ

প্রকাশিত: ০৭:১৫, ১৭ এপ্রিল ২০১৮

নিকলীতে বস্তার ভেতর এনজিও কর্মকর্তার লাশ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৬ এপ্রিল ॥ জেলার হাওড় অধ্যুষিত নিকলীতে সুলতান মিয়া (৪৮) নামে এক এনজিও কর্মকর্তা খুন হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ চারজনকে আটক করেছে। রবিবার রাতে উপজেলার ছাতিরচর বাজারে অবস্থিত রংধনু সঞ্চয় ও সমবায় সমিতির কার্যালয় থেকে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। জানা গেছে, নিকলী উপজেলার গুরুই পালপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে সুলতান উদ্দিন স্থানীয় ছাতিরচর বাজারে রংধনু সঞ্চয় ও সমবায় সমিতি নামে একটি বেসরকারী সংস্থা পরিচালনা করতেন। তিনি রবিবার সকালে প্রায় ৬ লাখ টাকা নিয়ে সমিতির সদস্যদের মধ্যে ঋণ দেয়ার জন্য বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজ করতে থাকেন। পরে গভীর রাতে ছাতিরচর বাজারে সমিতির কার্যালয়ে গিয়ে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। একপর্যায়ে তালা ভেঙ্গে ভেতরে ঢুকে একটি চটের বস্তায় সুলতানের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। বরিশাল স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল থেকে সোমবার সকালে থানা পুলিশ এক গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, উপজেলার আন্দারমানিক গ্রামের চিত্ত রঞ্জন সরকারের কন্যা রূপালীর সঙ্গে নবগ্রামের মিলন বাড়ৈর দুই মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল। এর জের ধরে সোমবার সকালে রূপালী তার বাবার বাড়িতে এসে সবার অজান্তে কীটনাশক পান করে। সিরাজগঞ্জ স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, সোমবার দুপুরে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা গ্রাম থেকে ইসহাক খান (৬৬) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নিজ ঘরে ওই বৃদ্ধের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সিলেট স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, নিখোঁজের তিনদিন পর এক কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপর ১২টার দিকে নগরীর ঘাসিটুলায় একটি খালেরপাড় থেকে সোহাগ মিয়া নামের ঐ কিশোরের লাশ উদ্ধার করা হয়। সোহাগ মিয়া নগরীর ঘাসিটুলা মজুমদারপাড়ার ময়না মিয়ার কলোনিতে মায়ের সঙ্গে থাকত। তার বাড়ি বগুড়ার ওলিবাজারে। সে নগরীর কাজিরবাজারে মাছের আড়তে দিনমজুরের কাজ করত। সোহাগের গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দিনাজপুর স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে সোমবার সকালে ফারজানা বেগম (২৬) নামে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে, ৫ বছর আগে বিরামপুর উপজেলার কলেজপাড়া গ্রামের এমাজ উদ্দিনের মেয়ে ফারজানা বেগমের সঙ্গে ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আজিজার রহমানের ছেলে আব্দুস সালামের বিয়ে হয়। ১৫ এপ্রিল দুপুরে ফারজানা তার বাবার বাসা বিরামপুর থেকে শ্বশুরবাড়িতে আসে। রাত ১টার দিকে তার শ্বশুরবাড়ির লোকজন তার পরিবারকে জানায় ফারজানা আত্মহত্যা করেছে। দৌলতপুর নিজস্ব সংবাদদাতা দৌলতপুর, কুষ্টিয়া থেকে জানান, দৌলতপুরে সুমন (২০) নামে এক অটোচালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া মাঠের রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
×