ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে শিশুমেলা

প্রকাশিত: ০৭:১৪, ১৭ এপ্রিল ২০১৮

মুন্সীগঞ্জে শিশুমেলা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে শিশু আনন্দ মেলা হয়েছে। সোমবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে এ মেলার আয়োজন করা হয়। মেলায় শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণ কোর্সে-২০১৭ এর সমাপনী পরিক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় শিশু একাডেমির শিক্ষার্থীরা। তারা সংগীত ও নৃত্য পরিবেশন করে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এইচ এম রকিব হায়দায়। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, মুন্সীগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ কাদের মোল্লা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, শিল্পকলা একাডেমির কালচারার অফিসার মুখলেছা হিলালী ও শিশু একাডেমির কর্মকর্তা জিয়াসমিন আরা বেগম প্রমুখ। ভুয়া প্রশ্ন দিয়ে টাকা আদায় স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চলতি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলা থেকে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃতের নাম রনি সরকার। সে উপজেলার রাওথা গ্রামের কালাম সরকারের ছেলে। রবিবার দিকাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব রাজশাহীর একটি দল। পরে সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরীক্ষার্থীদের কাছে ভুয়া প্রশ্ন সরবরাহ করছিল রনি। এর বিনিময়ে বিকাশের মাধ্যমে হাতিয়ে নিচ্ছিল টাকা। তার বিষয়ে তথ্য পেয়ে র‌্যাব তাকে আটক করে।
×