ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদাকে আদালত জেল দিয়েছে, সরকারের হাত নেই ॥ জ্বালানি উপদেষ্টা

প্রকাশিত: ০৭:১২, ১৭ এপ্রিল ২০১৮

খালেদাকে আদালত জেল দিয়েছে, সরকারের হাত নেই ॥ জ্বালানি উপদেষ্টা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৬ এপ্রিল ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুত খণিজ সম্পদ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আদালত জেল দিয়েছে। ১০ বছর ধরে সেই বিচার চলেছে। এটা রাজনৈতিক কোন বিষয় না। এতে বর্তমান আওয়ামী লীগ সরকারের কোন হাত নেই। সোমবার দুপুরে তিনি ধামরাইয়ে বাথুলী এলাকায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের মালিকানাধীন ‘আজিম গ্রুপ’ এর ‘গ্লোবাল স্টিল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ কারখানা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তিনি এ সময় আরও বলেন, বিএনপি একটা বড় রাজনৈতিক দল। তাই, আমি আশা করব, আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। বিএনপি যদি আগামী নির্বাচনে না আসে, তাহলে দেশে তাদের কোন অস্তিত্ব টিকে থাকবে না। একটা রাজনৈতিক দলের সাংগঠনিক শক্তি থাকে, তাহলে তাদের নেত্রী জেলে থাকলেও নির্বাচনে আসবে। অনুষ্ঠানে সংসদ সদস্য এমএ মালেক, সাবেক এমপি বেনজীর আহমেদ, আজিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ফারহান মোহাম্মদ আজিম, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাসুম আল বিরুনি, গ্লোবাল স্টিল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কারখানার নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার কমলেন্দু রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
×