ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটিয়ায় হাতির আক্রমণে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৭:১২, ১৭ এপ্রিল ২০১৮

পটিয়ায় হাতির আক্রমণে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৬ এপ্রিল ॥ চট্টগ্রামের পটিয়ায় বন্যহাতির আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম বিধান দে (২৬)। সে উপজেলার কেলিশহর ইউনিয়নের খিল্লাপাড়া এলাকার মদন দে’র পুত্র। সোমবার সকাল ৭টায় গহীন পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে এই ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার কেলিশহর খিল্লাপাড়া গ্রামের বিধান দে প্রতিদিনের মতো সকালে গহীন পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে যান। বন্যহাতির দল এক পর্যায়ে বিধানের ওপর আক্রমণ করে। গহীন জঙ্গলে সকাল ১০টার দিকে বিধানের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন তাদের পরিবারকে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়। গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পটিয়ার কেলিশহর, হাইদগাঁও ও শ্রীমাই এলাকায় বন্যহাতি নেমে মানুষের ক্ষেতখামারের ক্ষতির পাশাপাশি মানুষের ওপর আক্রমণ করে থাকে। এসব বিষয় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের দায়িত্ব হলেও এই পর্যন্ত তারা কোনদিন খোঁজ খবরও নেননি। গত বছরের এপ্রিল মাসে হাইদগাঁও আকবর শাহ্ মাজারের সামনে মেম্বার নুরুল ইসলামের ছেলে নজরুল হাতির আক্রমণের শিকার হয়ে মারা যান।
×