ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাটগ্রাম সীমান্তে সংঘর্ষ ॥ বাংলাদেশী আহত

প্রকাশিত: ০৭:১১, ১৭ এপ্রিল ২০১৮

পাটগ্রাম সীমান্তে সংঘর্ষ ॥ বাংলাদেশী আহত

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৬ এপ্রিল ॥ সোমবার সকাল ১১টায় নো ম্যান্সল্যান্ডের জমির ভুট্টাক্ষেতের পাতা কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র্র করে পাটগ্রাম উপজেলার উফারমারা সীমান্তে বাংলাদেশী ও ভারতীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দেশের দুইজন আহত হয়েছে। এই ঘটনায় সীমান্ত গ্রামে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। জানা গেছে, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার উফারমারা সীমান্ত নো ম্যান্সল্যান্ডের জমি চাষাবাসের ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশী বাসিন্দাদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় দেশের একজন করে নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে। সীমান্তের মেইন পিলার ৮৩৮ এর সাব পিলার ৬ এর নিকট পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উপারমারা গ্রাম সংলগ্ন সীমান্তবর্তী জমিতে কাজ করতে যায় ওই গ্রামের কুমুর উদ্দিনের পুত্র হাফিজুর ইসলাম (৩০)সহ ৫-৭ জন গ্রামবাসী। এ সময় পার্শ্ববর্তী ভারতীয় গ্রামের ৭-৮ জন নাগরিকও ওই সীমান্তের নো ম্যান্সল্যান্ডে কাজ করছিল। বাংলাদেশী নাগরিক হাফিজুর ইসলাম দেখতে পায় যে, তার জমির ভুট্টাক্ষেতের পাতা ভারতীয়রা কেটে নিয়ে গেছে। এই ঘটনায় নো-ম্যান্সল্যান্ডে জমির চাষাবাদ ও ভুট্টা গাছের পাতা কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভারতীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ঘটনার এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাংলাদেশী নাগরিক হাফিজুর ইসলামসহ এক ভারতীয় নাগরিক আহত হয়েছে।
×